খোকা এবার ঝিলে
খোকা এবার ঝিলে
মোঃ বুলবুল হোসেন
তারিখ: ১১/০৫/২০২৩
খোকার বন্ধু আসবে এবার
বৈশাখ জ্যৈষ্ঠ মাসে,
মিষ্টি ফলের গন্ধ পেয়ে
ছুটে দু'জন পাশে।
কাঁচা মরিচ আমের ভর্তা
খাবো আমরা মিলে।
মাছ ধরতে আমরা দুজনে
সকাল বেলার ঝিলে।
পুঁটি,টেংরা,চিংড়ি,টাকি
ধরবো সমান তালে,
তাই না দেখে ঝুমা হাসে
বসে গাছের ডালে।
খোকা বাবু পায় না খোঁজে
কোথা থেকে হাসে,
ঝুমা বলে জামের গাছে
আছি আমি বসে।
আয়না দুজন আমার কাছে
মিষ্টি জামটা পাবি
বিলের ধারে বসে দুজন
মজা করে খাবি।
ভয় করে না কেমন করে
থাকো বিলের জলে,
কাঁদার মাঝে মাখামাখি
দেখছে বকের দলে।
মোঃ বুলবুল হোসেন
তারিখ: ১১/০৫/২০২৩
খোকার বন্ধু আসবে এবার
বৈশাখ জ্যৈষ্ঠ মাসে,
মিষ্টি ফলের গন্ধ পেয়ে
ছুটে দু'জন পাশে।
কাঁচা মরিচ আমের ভর্তা
খাবো আমরা মিলে।
মাছ ধরতে আমরা দুজনে
সকাল বেলার ঝিলে।
পুঁটি,টেংরা,চিংড়ি,টাকি
ধরবো সমান তালে,
তাই না দেখে ঝুমা হাসে
বসে গাছের ডালে।
খোকা বাবু পায় না খোঁজে
কোথা থেকে হাসে,
ঝুমা বলে জামের গাছে
আছি আমি বসে।
আয়না দুজন আমার কাছে
মিষ্টি জামটা পাবি
বিলের ধারে বসে দুজন
মজা করে খাবি।
ভয় করে না কেমন করে
থাকো বিলের জলে,
কাঁদার মাঝে মাখামাখি
দেখছে বকের দলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৯/০৮/২০২৩অনুপম
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৯/০৫/২০২৩বেশ সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৫/২০২৩দারুণ
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২৩অসাধারণ কাব্য ।