কষ্ট
কষ্ট
মোঃ বুলবুল হোসেন
তারিখ:- ১৮-০৪-২২ ইং
তুমি কি জানো তোমাকে কতটা ভালোবাসি
এই জগত সংসারে,
জানি আমার ভালোবাসার মূল্য
বলবো কি আর তারে।
সত্যি কি তুমি আমাকে ভালোবাসো
নাকি ভালোবাসার অভিনয় যতো,
কেউ কি বলতে পারো আমার জীবনটা
কেন ভালোবাসা পায়নি অতো।
যে ডাল ধরি সেই ডাল ভেঙে পরে
ঝরে পড়ে ঘাম।
জানিনা কোন পাপে এমন শাস্তি পেতেছি
কিবা তার নাম।
আমার জীবনটা ছন্নছাড়া, ছন্নছাড়া রয়ে গেল
জীবনের মানে কি এই জীবন কিবা পেল।
এই জীবনে কত রঙের মানুষের সাথে
মিশেছি আলাপনে,
কতরূপ যে মানুষের মাঝে দেখেছি মিশে মানুষ সনে।
আসলেই কে শত্রু কে বন্ধু বুঝে উঠতে পারছিনা,
মানুষ বলে নিজেকে চিনতে আর পারছিনা।
নিজেকে চিনে কিভাবে তাইতো জানিনা।
জীবনে কতবার নদীর মাঝখানে পড়ে তার জানিনা।
কেন বারবার বিপদে পড়েছি কেন এত ঝামেলা,
নাকি অনন্তকাল বয়ে বেড়াতে হবে এই
জীবনে কষ্টের ঠেলা।
আমার এই জীবনে কষ্টের শেষ কি নাই আর,
নাকি অনন্তকাল বয়ে বেড়াতে হবে কষ্ট বারে বার।
মোঃ বুলবুল হোসেন
তারিখ:- ১৮-০৪-২২ ইং
তুমি কি জানো তোমাকে কতটা ভালোবাসি
এই জগত সংসারে,
জানি আমার ভালোবাসার মূল্য
বলবো কি আর তারে।
সত্যি কি তুমি আমাকে ভালোবাসো
নাকি ভালোবাসার অভিনয় যতো,
কেউ কি বলতে পারো আমার জীবনটা
কেন ভালোবাসা পায়নি অতো।
যে ডাল ধরি সেই ডাল ভেঙে পরে
ঝরে পড়ে ঘাম।
জানিনা কোন পাপে এমন শাস্তি পেতেছি
কিবা তার নাম।
আমার জীবনটা ছন্নছাড়া, ছন্নছাড়া রয়ে গেল
জীবনের মানে কি এই জীবন কিবা পেল।
এই জীবনে কত রঙের মানুষের সাথে
মিশেছি আলাপনে,
কতরূপ যে মানুষের মাঝে দেখেছি মিশে মানুষ সনে।
আসলেই কে শত্রু কে বন্ধু বুঝে উঠতে পারছিনা,
মানুষ বলে নিজেকে চিনতে আর পারছিনা।
নিজেকে চিনে কিভাবে তাইতো জানিনা।
জীবনে কতবার নদীর মাঝখানে পড়ে তার জানিনা।
কেন বারবার বিপদে পড়েছি কেন এত ঝামেলা,
নাকি অনন্তকাল বয়ে বেড়াতে হবে এই
জীবনে কষ্টের ঠেলা।
আমার এই জীবনে কষ্টের শেষ কি নাই আর,
নাকি অনন্তকাল বয়ে বেড়াতে হবে কষ্ট বারে বার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ২২/০৪/২০২২ভালো হয়েছে
-
শুভজিৎ বিশ্বাস ২১/০৪/২০২২অসাধারণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০৪/২০২২বেশ ভালো লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৪/২০২২কষ্টই আপন হয়ে থাকে।
-
ফয়জুল মহী ১৮/০৪/২০২২অনন্যসুন্দর শব্দচয়ন, l
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৪/২০২২ভালো লেখনী