ভাগ্য চাকা
ভাগ্য চাকা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০৩-২০২২ ইং
ছোট্ট সংসার বড় হলে
খরচ কি ছোট্ট রয়,
আগে ছিলো রুজি যাহা
এখনো যে তাই হয়।
বড় ভাইয়ের পাঞ্জাবীটা
ছোট্ট ভাইয়ে পড়ে,
ছোট ভাইয়ের খুশি দেখে
বড় ভাইয়ে ঘরে।
বড় ভাইয়ে ফুটপাতে
জামা কাপড় কিনে,
ছোট্ট ভাইয়ে সেই গুলোকে
পরে রাতে দিনে।
এসব শুনে বড় লোকে
কথা বলে বাঁকা,
লাগাম বিহীন বাজার এখন
হবে বেঁচে থাকা।
মধ্য বিত্তের জীবন চাকা
মিথ্যে কথায় চলে,
আর কতকাল রঙিন স্বপ্ন
শুয়ে ভাঙ্গা ঘরে।
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০৩-২০২২ ইং
ছোট্ট সংসার বড় হলে
খরচ কি ছোট্ট রয়,
আগে ছিলো রুজি যাহা
এখনো যে তাই হয়।
বড় ভাইয়ের পাঞ্জাবীটা
ছোট্ট ভাইয়ে পড়ে,
ছোট ভাইয়ের খুশি দেখে
বড় ভাইয়ে ঘরে।
বড় ভাইয়ে ফুটপাতে
জামা কাপড় কিনে,
ছোট্ট ভাইয়ে সেই গুলোকে
পরে রাতে দিনে।
এসব শুনে বড় লোকে
কথা বলে বাঁকা,
লাগাম বিহীন বাজার এখন
হবে বেঁচে থাকা।
মধ্য বিত্তের জীবন চাকা
মিথ্যে কথায় চলে,
আর কতকাল রঙিন স্বপ্ন
শুয়ে ভাঙ্গা ঘরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৫/২০২২সময়ের ছড়া!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৪/০৩/২০২২চিন্তার পরিধি বেশ বিস্তৃত। আরো জোরালো হোক কবির কাব্যিকতা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/০৩/২০২২স্বপ্ন সে ত স্বপ্ন ই থেকে যাবে।
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৩/২০২২বেশ ভালো বাস্তবতা
-
ফয়জুল মহী ১২/০৩/২০২২ভীষণ মুগ্ধকর লেখা,