বিশ্বাস
বিশ্বাস
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-০৯-২০২১ ইং
মনের আকাশে কালো মেঘ
বলবো তাকে গিয়ে,
সোনালী রোদে বৃষ্টির খেলা
মনের আকাশ দিয়ে।
গাছ যেমন দাঁড়িয়ে থাকে
শিকড়ে সে অটুট,
সবাই তোমায় বলবে একদিন
বিশ্বাসের ঐ মুকুট।
বিশ্বাস নামে বটবৃক্ষ হোক
তোমার জীবনে সুখ,
তারি ছায়ায় থাকতে পারি
থাকবে না কোনো দুখ।
হৃদয় ক্ষতের অস্ত্রোপচার
হয়তো যথেষ্ট নয়,
ভুল বুঝার ঐ কারন খোঁজো
বিশ্বাসে প্রেম হয়।
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-০৯-২০২১ ইং
মনের আকাশে কালো মেঘ
বলবো তাকে গিয়ে,
সোনালী রোদে বৃষ্টির খেলা
মনের আকাশ দিয়ে।
গাছ যেমন দাঁড়িয়ে থাকে
শিকড়ে সে অটুট,
সবাই তোমায় বলবে একদিন
বিশ্বাসের ঐ মুকুট।
বিশ্বাস নামে বটবৃক্ষ হোক
তোমার জীবনে সুখ,
তারি ছায়ায় থাকতে পারি
থাকবে না কোনো দুখ।
হৃদয় ক্ষতের অস্ত্রোপচার
হয়তো যথেষ্ট নয়,
ভুল বুঝার ঐ কারন খোঁজো
বিশ্বাসে প্রেম হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৮/০৯/২০২১বেশ ছন্দময়
-
সুব্রত ভৌমিক ১৭/০৯/২০২১ঠিক ভাবনা----
বিশ্বাসেই যায় ধরা,
শুধু তর্কে থাকে অধরা। -
আমিনুল ইসলাম সৈকত ১৬/০৯/২০২১সুন্দর ভাবনা
-
অভিজিৎ হালদার ১৬/০৯/২০২১ভালো ভাবনা
-
ফয়জুল মহী ১৬/০৯/২০২১খুব ভালো লাগলো l
-
আনাস খান ১৬/০৯/২০২১অসাধারণ
-
জামাল উদ্দিন জীবন ১৬/০৯/২০২১সুন্দর