শান্তি সবার দিলে
শান্তি সবার দিলে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০৮-২০২১ ইং
গাছ আমাদের জীবন প্রদীপ
শতো মানব আশা,
গাছের গুনেতে সবার জীবন
সুখের অশ্রু ভাসা।
গাছ আমাদের প্রকৃত বন্ধু
গাছের ছায়ায় মিলে,
গাছের ছায়ায় আমরা যখন
শান্তি সবার দিলে।
নানান রঙের গাছের ডালের
নানান ফলের গোলা,
গাছের ফলের ভিটামিন খেয়ে
যায় না কখনো ভোলা।
গাছের বয়স একটু হলেই
তোমার ঘরেতে পেলে,
গাছর ডালের লাকড়ি বানাও
সব কাজেতেই মেলে।
গাছ লাগাও পরিবেশ বাঁচাও
তোমার জীবন তরে,
তোমার কাজে প্রয়োজনীয় গাছ
তোমার সেবা সে করে।
একটি ও গাছ কাটলে আমরা
দ্বিগুণ বুনতে হয়,
প্রয়োজন ছাড়া কাটিনা আমরা
একটি গাছ ও নয়।
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০৮-২০২১ ইং
গাছ আমাদের জীবন প্রদীপ
শতো মানব আশা,
গাছের গুনেতে সবার জীবন
সুখের অশ্রু ভাসা।
গাছ আমাদের প্রকৃত বন্ধু
গাছের ছায়ায় মিলে,
গাছের ছায়ায় আমরা যখন
শান্তি সবার দিলে।
নানান রঙের গাছের ডালের
নানান ফলের গোলা,
গাছের ফলের ভিটামিন খেয়ে
যায় না কখনো ভোলা।
গাছের বয়স একটু হলেই
তোমার ঘরেতে পেলে,
গাছর ডালের লাকড়ি বানাও
সব কাজেতেই মেলে।
গাছ লাগাও পরিবেশ বাঁচাও
তোমার জীবন তরে,
তোমার কাজে প্রয়োজনীয় গাছ
তোমার সেবা সে করে।
একটি ও গাছ কাটলে আমরা
দ্বিগুণ বুনতে হয়,
প্রয়োজন ছাড়া কাটিনা আমরা
একটি গাছ ও নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০২/০৮/২০২১পরিবেশ বিষয়ক রচনা ভালো লাগলো
-
আলমগীর সরকার লিটন ০২/০৮/২০২১বেশ ছন্দময়
-
জামাল উদ্দিন জীবন ০২/০৮/২০২১সুন্দর
-
মাহতাব বাঙ্গালী ০২/০৮/২০২১তাহলে
চলো গাছ লাগায়
পরিবেশ বাঁচায় -
জামাল উদ্দিন জীবন ০২/০৮/২০২১সুন্দর।
-
ফয়জুল মহী ০২/০৮/২০২১দারুণ প্রকাশ!