ছন্দের পিছু
ছন্দের পিছু
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৫-০৭-২০২১ ইং
ভালো মন্দের ধার ধারি না
সবি হয় যে বাহার,
কথার মাঝে ও মিল পাইনা
তবুও নাম তাহার।
সবাই দেখি অঙ্কন করে
মানবতার ছবি,
তাই না দেখে শতো কথা
লিখে চলে কবি।
সুখে দুখের কতো স্মৃতি
মনটা লিখতে বলে,
ভালো কিছু করলে পরে
তোমার কেনো জ্বলে।
মিষ্টি হেসে বলে সবাই
আমি নাকি কবি,
সত্য কথা লিখে যাবি
বলছে দাদু রবি।
নকশা বিহীন তৈরি হয়না
তোমার বাড়ির কিছু,
ছন্দ ছাড়া হয়না কবিতা
ছুটি ছন্দের পিছু।
তোমার কথা লিখবো আমি
মনে ছিল আশা,
এত ভালো লিখছি কিছু
বললে তুমি খাসা।
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৫-০৭-২০২১ ইং
ভালো মন্দের ধার ধারি না
সবি হয় যে বাহার,
কথার মাঝে ও মিল পাইনা
তবুও নাম তাহার।
সবাই দেখি অঙ্কন করে
মানবতার ছবি,
তাই না দেখে শতো কথা
লিখে চলে কবি।
সুখে দুখের কতো স্মৃতি
মনটা লিখতে বলে,
ভালো কিছু করলে পরে
তোমার কেনো জ্বলে।
মিষ্টি হেসে বলে সবাই
আমি নাকি কবি,
সত্য কথা লিখে যাবি
বলছে দাদু রবি।
নকশা বিহীন তৈরি হয়না
তোমার বাড়ির কিছু,
ছন্দ ছাড়া হয়না কবিতা
ছুটি ছন্দের পিছু।
তোমার কথা লিখবো আমি
মনে ছিল আশা,
এত ভালো লিখছি কিছু
বললে তুমি খাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঈনুল ইসলাম ১৬/০৭/২০২১দারুন কাব্য!
-
জাগ্রত যুবক ১৩/০৭/২০২১বাহ বাহ বেশ দারুন ছন্দে চলেছিল কবিতা। বেশ লেগেছে
-
ডাঃঅলোক সরকার ০৬/০৭/২০২১কল্পনার বহিঃপ্রকাশ খুব সুন্দর।শুভেচ্ছা রইলো।
-
মঈনুল ইসলাম ০৬/০৭/২০২১বাহ্ সুন্দর কাব্য অঙ্কিত করলেন।
শুভকামনা রইলো। -
সাইয়িদ রফিকুল হক ০৬/০৭/২০২১ভালো।
-
বিদায় বেলা ০৬/০৭/২০২১চমৎকার লেখা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৭/২০২১নাইস
-
ফয়জুল মহী ০৬/০৭/২০২১Excellent
-
অভিজিৎ হালদার ০৫/০৭/২০২১Valo