তুমি ফিরা আইবা
তুমি ফিরা আইবা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০৭-২০২১ইং
📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥
তুমি না আমারে একদিন কইছিলা আমারে থুইয়া তুমি কিছুই বোঝনা ।
তুমিও নাকি আমারে মেলা পছন্দ করতা।
তুমি নাকি তোমার অজান্তেই আমারে মন দিয়া হালাই ছিলা।
আমি নাকি মন চুর, তোমার মনডারে কাইরা নিছি।
তোমার জীবনে হগল চাওয়া-পাওয়া আমারে নিয়া।
আমি নাকি তোমার ঘুমের বড়ি।
তুমি আমারে একদিন কইছিলা –
আমি নাকি তোমারে বিশ্বাস করিনা। তহন আমি তোমারে কইছিলাম –
তোমারে কোনসুমি ঠকামুনা।
দেহ টিকটিকিও ঠিক ঠিক কইতাছে।
হগল সুমি তোমার নগে ছেহার নাগালা নাইগ্গা দইরা থাকমু।
তুমি আমারে কইছিলা- এডা মুহূর্ত আমার মুখটা না দেকলে তোমার খালি ফাফর নাগে।
তুমি আরো কৈছিলা- আমারে যেসুম তুমি দেকপার না পাও ,
হেসুম আমার ফেসবুক পেজটার মিহি বারবার চাইয়াথাকো।
আর আমার ছবিগুিনা দেহ ।
তুমি আরও কইছিলা- আমার যেডি কবিতা আছে।
হেই কবিতা গুইনারে নিজের হৃদয় দিয়া ভালোবাসো।
আর আমার ছবিগুন্নার মিহি ফ্যালফ্যাল কইরা চাইয়া থাকো।
তুমি আমার চেহারা দেইখা কইছিলা- আমার চেহারা যে মেয়ায় দেকপো,
হেই মেয়ায় নাকি আমার প্রেমে পইরা যাবো।
আমার খোঁচা খোঁচা দাড়ি গুইনা নিয়া তুমি মেলাবার প্রশংসা করতা
আর কইতা তুমি আমার জান।
তোমারে নিয়া হাজারডা স্বপ্ন দেহি আমি।
তুমি না আমারে কইছিলা,
আমি নাকি ভালোবাসায় বিশ্বাস করি না।
তুমি জানো, আমি তোমারে কতাহানি ভালোবাসি।
তুমি বুঝবাই বা কিবা কইরা, আমারে না দেখলে তোমার নাকি বালা নাগে না আমারও তো হেবাই নাগে।
তুমি আমারে কইছিলা আমি যুদি তোমারে বালা না বাসি ।
তাইলে তুমি তোমার জীবনডারে তিলে তিলে শেষ কইরা দিবা।
তোমার জীবন আর রাখপা না।
এই জীবনে আমি যদি তোমারে না পাই, তাইলে তুমি নাকি আত্মহত্যা করবা।
দেখতে দেখতে কোনসুম যে তোমাকে ভালোবাইসা হালাইচি নিজেও বুঝা হাইনাই ।
তাই তোমারে বিয়া কইরা হালাইলাম।
বিয়া করারবাদে বুঝলাম জীবনে আমার চাইতে সুখী আর কেউই নাই।
এহন আমিও তোমারে ছাড়া কিছুই বুঝিনা।
তুমি এহন হুইতে,বইতে,খাইতে,নাইতে হগ্গল জায়গায় খালি তুমি আর তুমি।
জানো,এহন তো তোমারে আমি বউ কইয়া ডাহি।
তোমারে বউ কইয়া ডাকলে – তুমি যে কত খুশি হও।
তুমি যে আমারে এত ভালবাসো,
তোমার ভালোবাসা দেইকা মাঝে মইদে আমার ডর করে।
তুমি যদি আরাইজাওগা।
আসলেই হগলের কপালেই তো আর সুখ সয়না ।
আমার মনে যে ডর আছাল হেইডাই হাচা ওইলো।
তুমি চইলা গেলা আমারে একলা ফালাই থুইয়া।
আংগো যে কয়ডা পোলায়হান আছাল,
হেরা এট্টুবাদে বাদেই খালি আম্মা আম্মা কইয়া চিক্কার পারে।
কি আর করন যাবো হেগো খালি মিছা কতা কইয়া সান্ত্বনা দেওয়া ছাড়া
আমার তো আর কোনো গতি নাই।
আইজকা তোমার আর আমার মইদ্যে মেলা ফারাক।
তোমার কতা বাইবাই খালি চোক দিয়া টপ টপ কইরা পানি পরে,
চোকের পানি ফালানি ছাড়া আমার আর কিছুই করার নাই।
যেই তুমি আমারে কতা দিছিলা
হেই তুমিই কতা দিয়া কতা রাকলা না।
তুমি ঠিকিই গেলাগা না ফেরার দেশে।
যেনুকা গেলে আর কেওই কোনদিন ফিরা আহে না।
একদিন আমি তোমার সুকে মরবার গেছিলাম- তয় মরবার যাইয়াও মরা হাই নাই।
মরতে মরতে বাইচা গেলাম,
তয় মনডারে আর বাচাহাইলাম না।
কারন আমার মনটা যে মইরা গেছে।
জানো,আমি তোমার স্মৃতিগুইনা আঁকড়াইয়া ধইরা এহনো বাইচা রইছি। আমার মন কয় তুমি এহনো আমার বুগলে ফিরা আবা।
https://youtu.be/SWXGi0mY8wY
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০৭-২০২১ইং
📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥
তুমি না আমারে একদিন কইছিলা আমারে থুইয়া তুমি কিছুই বোঝনা ।
তুমিও নাকি আমারে মেলা পছন্দ করতা।
তুমি নাকি তোমার অজান্তেই আমারে মন দিয়া হালাই ছিলা।
আমি নাকি মন চুর, তোমার মনডারে কাইরা নিছি।
তোমার জীবনে হগল চাওয়া-পাওয়া আমারে নিয়া।
আমি নাকি তোমার ঘুমের বড়ি।
তুমি আমারে একদিন কইছিলা –
আমি নাকি তোমারে বিশ্বাস করিনা। তহন আমি তোমারে কইছিলাম –
তোমারে কোনসুমি ঠকামুনা।
দেহ টিকটিকিও ঠিক ঠিক কইতাছে।
হগল সুমি তোমার নগে ছেহার নাগালা নাইগ্গা দইরা থাকমু।
তুমি আমারে কইছিলা- এডা মুহূর্ত আমার মুখটা না দেকলে তোমার খালি ফাফর নাগে।
তুমি আরো কৈছিলা- আমারে যেসুম তুমি দেকপার না পাও ,
হেসুম আমার ফেসবুক পেজটার মিহি বারবার চাইয়াথাকো।
আর আমার ছবিগুিনা দেহ ।
তুমি আরও কইছিলা- আমার যেডি কবিতা আছে।
হেই কবিতা গুইনারে নিজের হৃদয় দিয়া ভালোবাসো।
আর আমার ছবিগুন্নার মিহি ফ্যালফ্যাল কইরা চাইয়া থাকো।
তুমি আমার চেহারা দেইখা কইছিলা- আমার চেহারা যে মেয়ায় দেকপো,
হেই মেয়ায় নাকি আমার প্রেমে পইরা যাবো।
আমার খোঁচা খোঁচা দাড়ি গুইনা নিয়া তুমি মেলাবার প্রশংসা করতা
আর কইতা তুমি আমার জান।
তোমারে নিয়া হাজারডা স্বপ্ন দেহি আমি।
তুমি না আমারে কইছিলা,
আমি নাকি ভালোবাসায় বিশ্বাস করি না।
তুমি জানো, আমি তোমারে কতাহানি ভালোবাসি।
তুমি বুঝবাই বা কিবা কইরা, আমারে না দেখলে তোমার নাকি বালা নাগে না আমারও তো হেবাই নাগে।
তুমি আমারে কইছিলা আমি যুদি তোমারে বালা না বাসি ।
তাইলে তুমি তোমার জীবনডারে তিলে তিলে শেষ কইরা দিবা।
তোমার জীবন আর রাখপা না।
এই জীবনে আমি যদি তোমারে না পাই, তাইলে তুমি নাকি আত্মহত্যা করবা।
দেখতে দেখতে কোনসুম যে তোমাকে ভালোবাইসা হালাইচি নিজেও বুঝা হাইনাই ।
তাই তোমারে বিয়া কইরা হালাইলাম।
বিয়া করারবাদে বুঝলাম জীবনে আমার চাইতে সুখী আর কেউই নাই।
এহন আমিও তোমারে ছাড়া কিছুই বুঝিনা।
তুমি এহন হুইতে,বইতে,খাইতে,নাইতে হগ্গল জায়গায় খালি তুমি আর তুমি।
জানো,এহন তো তোমারে আমি বউ কইয়া ডাহি।
তোমারে বউ কইয়া ডাকলে – তুমি যে কত খুশি হও।
তুমি যে আমারে এত ভালবাসো,
তোমার ভালোবাসা দেইকা মাঝে মইদে আমার ডর করে।
তুমি যদি আরাইজাওগা।
আসলেই হগলের কপালেই তো আর সুখ সয়না ।
আমার মনে যে ডর আছাল হেইডাই হাচা ওইলো।
তুমি চইলা গেলা আমারে একলা ফালাই থুইয়া।
আংগো যে কয়ডা পোলায়হান আছাল,
হেরা এট্টুবাদে বাদেই খালি আম্মা আম্মা কইয়া চিক্কার পারে।
কি আর করন যাবো হেগো খালি মিছা কতা কইয়া সান্ত্বনা দেওয়া ছাড়া
আমার তো আর কোনো গতি নাই।
আইজকা তোমার আর আমার মইদ্যে মেলা ফারাক।
তোমার কতা বাইবাই খালি চোক দিয়া টপ টপ কইরা পানি পরে,
চোকের পানি ফালানি ছাড়া আমার আর কিছুই করার নাই।
যেই তুমি আমারে কতা দিছিলা
হেই তুমিই কতা দিয়া কতা রাকলা না।
তুমি ঠিকিই গেলাগা না ফেরার দেশে।
যেনুকা গেলে আর কেওই কোনদিন ফিরা আহে না।
একদিন আমি তোমার সুকে মরবার গেছিলাম- তয় মরবার যাইয়াও মরা হাই নাই।
মরতে মরতে বাইচা গেলাম,
তয় মনডারে আর বাচাহাইলাম না।
কারন আমার মনটা যে মইরা গেছে।
জানো,আমি তোমার স্মৃতিগুইনা আঁকড়াইয়া ধইরা এহনো বাইচা রইছি। আমার মন কয় তুমি এহনো আমার বুগলে ফিরা আবা।
https://youtu.be/SWXGi0mY8wY
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৭/২০২১চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৭/২০২১গ্রামের ভাষায় মুগ্ধকর কবিতা।
-
ফয়জুল মহী ০৪/০৭/২০২১চমৎকার শব্দ চয়নে মনোমুগ্ধকর প্রকাশ। ভালো থাকুন ।