কদম ফুল
কদম ফুল
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৬-০৬-২০২১ইং
কি চমৎকার দেখতে বলো
গাছে কদম ফুল,
তাই না দেখে পাড়া জুড়ে
লাগছে হুলুস্থুল।
রোদ আর বৃষ্টির খেলার মাঝে
জমছে মেলা খুব,
ইচ্ছে করে ওদের মাঝে
আমিও দেই ডুব।
কদম গাছটা পানির মাঝে
হাবুডুবু খায়,
তাই না দেখে খোকা সোনা
ফিরে ফিরে চায়।
কদম ফুলের দোকান দেবে
যায় নদীর ওপার,
কেউ বা আবার ঘর বানাবে
কেউ দিবে সাঁতার।
কেউ বা আবার বাবার সাথে
যায় সাঁতার শিখে,
স্মৃতি গুলো মনে পড়ে
বর্ষার দিন দেখে।
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৬-০৬-২০২১ইং
কি চমৎকার দেখতে বলো
গাছে কদম ফুল,
তাই না দেখে পাড়া জুড়ে
লাগছে হুলুস্থুল।
রোদ আর বৃষ্টির খেলার মাঝে
জমছে মেলা খুব,
ইচ্ছে করে ওদের মাঝে
আমিও দেই ডুব।
কদম গাছটা পানির মাঝে
হাবুডুবু খায়,
তাই না দেখে খোকা সোনা
ফিরে ফিরে চায়।
কদম ফুলের দোকান দেবে
যায় নদীর ওপার,
কেউ বা আবার ঘর বানাবে
কেউ দিবে সাঁতার।
কেউ বা আবার বাবার সাথে
যায় সাঁতার শিখে,
স্মৃতি গুলো মনে পড়ে
বর্ষার দিন দেখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঈনুল ইসলাম ২৯/০৬/২০২১হৃদয়ছোঁয়া কাব্য।
-
অভিজিৎ হালদার ২৮/০৬/২০২১সুন্দর
-
সানাউল্লাহ ২৭/০৬/২০২১চমৎকার প্রকৃতি প্রেমের কবিতা। শুভকামনা রইল কবি।
-
কে. পাল ২৭/০৬/২০২১Sundor
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৬/২০২১সুন্দর
-
মাহতাব বাঙ্গালী ২৭/০৬/২০২১ভালোই লিখেছেন; উপভোগ্য
-
আলমগীর সরকার লিটন ২৭/০৬/২০২১হাজার কদম ফুলের শুভেচ্ছা রইল কবি দা
-
ফয়জুল মহী ২৭/০৬/২০২১Excellent