জীবন চিরদিনের নয়
জীবন চিরদিনের নয়
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৪-০৬-২০২১ ইং
চলতে গেলে রাস্তার মাঝে
মানুষের কি দেখা মিলে
শেষে নীতি কথার গুণ,
নিজে বাঁচলে বাপের নাম মে
বিপদ দেখে কেটে পড়ে
হোক না যতো রাস্তায় খুন।
মানুষ ভক্ত পশু আছে
যে যাই বলুক থাকবে পাশে
তার মরণ যদিও হয়।
তোমার কোনো বিপদ আসে
কেউ না থাকুক থাকবে পাশে
তাদের নাইতো কোনো ভয়।
পশু থেকে তোমরা শেখে
মনের মাঝে গেথে রেখে
মানব করো ভালো কাজ।
বিপদে মোরা থাকবো পিছু
ভালো কাজে পাবো কিছু
কাজের মাঝে নাইতো লাজ।
সৃষ্টির সেরা মানুষ আমরা
মানুষ কেনো হিংসা ঘেরা
সবাই স্বার্থের মাঝে রয়,
সাহস করে এগিয়ে যাও
ভালো কিছু করে দেখাও
জীবন চিরদিনের নয়।
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৪-০৬-২০২১ ইং
চলতে গেলে রাস্তার মাঝে
মানুষের কি দেখা মিলে
শেষে নীতি কথার গুণ,
নিজে বাঁচলে বাপের নাম মে
বিপদ দেখে কেটে পড়ে
হোক না যতো রাস্তায় খুন।
মানুষ ভক্ত পশু আছে
যে যাই বলুক থাকবে পাশে
তার মরণ যদিও হয়।
তোমার কোনো বিপদ আসে
কেউ না থাকুক থাকবে পাশে
তাদের নাইতো কোনো ভয়।
পশু থেকে তোমরা শেখে
মনের মাঝে গেথে রেখে
মানব করো ভালো কাজ।
বিপদে মোরা থাকবো পিছু
ভালো কাজে পাবো কিছু
কাজের মাঝে নাইতো লাজ।
সৃষ্টির সেরা মানুষ আমরা
মানুষ কেনো হিংসা ঘেরা
সবাই স্বার্থের মাঝে রয়,
সাহস করে এগিয়ে যাও
ভালো কিছু করে দেখাও
জীবন চিরদিনের নয়।
ক্ষণস্থায়ীর মাঝেই আনে স্থায়িত্বের স্বাদ
সে নিগূঢ় সত্য কর্ম জীবন