ফলের মাস জ্যৈষ্ঠ
ফলের মাস জ্যৈষ্ঠ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১২-০৬-২০২১ ইং
জ্যৈষ্ঠ মাসে জামাই আদর
করতো খুশি মনে,
বাবা তখন ছুটে যেতেন
মিষ্টি কাঁঠাল বনে।
নানা জাতের আম কাঁঠালে
নানা স্বাদের বাহার,
সবাই মিলে বসে খেতাম
মিষ্টি-মধুর আহার।
আম লিচু জাম খাওনা জামাই
আরো আছে নানা,
ফলের রাজা জ্যৈষ্ঠ মাসে
সবার আছে জানা।
পাড়া জুড়ে লেগে আছে
মিষ্টি ফলের গন্ধ,
জ্যৈষ্ঠ মাসে সবার মাঝে
থাকে নতুন ছন্দ।
গাছ তলে দাঁড়িয়ে থাকতাম
কখন লিচু পড়ে,
পাখি খেয়ে ফেলে দিতো
তুলে নিতাম ঘরে।
বড় আপা বেজায় খুশি
দেখে মিলন মেলা,
সবাই মিলে খেলবে এবার
কানামাছি খেলা।
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১২-০৬-২০২১ ইং
জ্যৈষ্ঠ মাসে জামাই আদর
করতো খুশি মনে,
বাবা তখন ছুটে যেতেন
মিষ্টি কাঁঠাল বনে।
নানা জাতের আম কাঁঠালে
নানা স্বাদের বাহার,
সবাই মিলে বসে খেতাম
মিষ্টি-মধুর আহার।
আম লিচু জাম খাওনা জামাই
আরো আছে নানা,
ফলের রাজা জ্যৈষ্ঠ মাসে
সবার আছে জানা।
পাড়া জুড়ে লেগে আছে
মিষ্টি ফলের গন্ধ,
জ্যৈষ্ঠ মাসে সবার মাঝে
থাকে নতুন ছন্দ।
গাছ তলে দাঁড়িয়ে থাকতাম
কখন লিচু পড়ে,
পাখি খেয়ে ফেলে দিতো
তুলে নিতাম ঘরে।
বড় আপা বেজায় খুশি
দেখে মিলন মেলা,
সবাই মিলে খেলবে এবার
কানামাছি খেলা।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ১৩/০৬/২০২১beautifully penned; I enjoyed
-
ফয়জুল মহী ১২/০৬/২০২১দারুণ অনুভূতির প্রকাশ,,
-
মোঃ জাকির হোসেন জয় ১২/০৬/২০২১রসাল কবিতা, বেশ ভাল লাগল।
-
আমিনুল ইসলাম সৈকত ১২/০৬/২০২১পাঠে তৃপ্তির রেশ নিয়ে গেলুম। শুভকামনা কবি
-
Md. Rayhan Kazi ১২/০৬/২০২১অসাধারণ লেখনী
-
আলমগীর সরকার লিটন ১২/০৬/২০২১অনেক রস শুভেচ্ছা রইল কবি