www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শরম

শরম
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৮-০৬-২০২১ইং

টাকার নেশা খারাপ জিনিস
বিবেক অন্ধ করে ,
সত্যের পথ কে ফেলে দিয়ে
মিথ্যা সত্য ধরে।

নিজের চেয়ার গরম রাখতে
ভুলে যায় লাজ শরম,
ভুলে যায় নিজেকে তখন
চেয়ার পেয়ে নরম।

মামা খালু মনের শক্তি
চলে বলার গতি,
সত্য কথা বলতে গেলে
পাল্টে ফেলে মতি।

স্যার কে মানুষ ডাকে যখন
হারায় তখন ছন্দ,
কথা একটু গরম হলে
বাধিয়ে দেয় দ্বন্দ্ব।

মামা ছাড়া এই জগতে
হয়ে থাকে মিছে,
মামার দেখা পাওয়ার আশায়
ঘুরে টাকার পিছে।

জুতার বোঝা মাথায় নিয়ে
ঘুরে দলে দলে,
এসব দেখে প্রিয় পাত্রের
মিষ্টি কথায় গলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্যসমূহ

  • অসাধারণ লেখনী
  • অসাধারণ কথামালা
  • সুন্দর কথা
  • বেশ ছন্দময় কবি
 
Quantcast