দৃষ্টি
পড়ন্ত বিকেল বেলাতে বসে ছিলাম
আমরা কয়েকজন সরিষার জমিতে
হলুদ রঙের শাড়ি পড়ে তুমি
মিশে একাকার শরীরের রঙেতে।
মিষ্টি করে হেসে ছিলে আমার দিকে
অবাক চোখে তুমি ছিলে তাকিয়ে
তোমার হাসিতে ঝরে যেন মুক্তা
বসেছিলাম আমি তোমার পাশে গিয়ে।
তোমার দিকে তাকিয়ে ফেরাতে পারিনি
চোখের দৃষ্টি তোমার প্রতিটি কথা
যেন একেকটি বাণী পারিনি ভুলতে
সেই স্মৃতিগুলোকে জমেছে হাজারো কথা।
আমরা কয়েকজন সরিষার জমিতে
হলুদ রঙের শাড়ি পড়ে তুমি
মিশে একাকার শরীরের রঙেতে।
মিষ্টি করে হেসে ছিলে আমার দিকে
অবাক চোখে তুমি ছিলে তাকিয়ে
তোমার হাসিতে ঝরে যেন মুক্তা
বসেছিলাম আমি তোমার পাশে গিয়ে।
তোমার দিকে তাকিয়ে ফেরাতে পারিনি
চোখের দৃষ্টি তোমার প্রতিটি কথা
যেন একেকটি বাণী পারিনি ভুলতে
সেই স্মৃতিগুলোকে জমেছে হাজারো কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৬/০২/২০২০খুব সুন্দর
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৪/১২/২০১৯সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১২/২০১৯সুন্দর!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/১২/২০১৯অনবদ্য সৃষ্টি!
অন্ধ ফিরে পেল দৃষ্টি!