উদাসী মন
এই তারা ভরা রাতে
নীরব কেন জানিনা
উদাসী আমার মন
ঘরেতে মন বসে না।
পাশে থাকো যদি মোর
থাকবো জেগে নিশি ভোর
ঘুম নেই দুটি চোখে
তোমার কথা ভেবে বিভোর।
রাত্রি বুঝি হয়েছে নীরব
সকল কলরব থেমে গেছে
তোমায় একলা ঘরে খুঁজেছি
চোখের জল মুছে।
নীরব কেন জানিনা
উদাসী আমার মন
ঘরেতে মন বসে না।
পাশে থাকো যদি মোর
থাকবো জেগে নিশি ভোর
ঘুম নেই দুটি চোখে
তোমার কথা ভেবে বিভোর।
রাত্রি বুঝি হয়েছে নীরব
সকল কলরব থেমে গেছে
তোমায় একলা ঘরে খুঁজেছি
চোখের জল মুছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২০/১২/২০১৯ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/১২/২০১৯চমৎকার অনুভবের ছোঁয়া
-
আব্দুল হক ১৯/১২/২০১৯ভালো