তোমার অপেক্ষায়
মনের মাঝে দুখের বাতি
ভাটার মতো জলে
ভুলে যদি যাবে আমাকে
কেন ভালবেসে ছিলে।
এখনো তোমাকে ভুলিনি
আছো তুমি অন্তরে
দিবানিশি কান্দি আমি
তোমার স্মৃতির অন্তরে।
এখন নিমের মত তিতা
তোমার মিষ্টি মধুর কথা
ভালোবাসার ফাঁদে ফেলে
হৃদয়ে দিলে ব্যথা ।
যত্ন করে রাখবে বলে
মনটা কেড়ে নিলে
অন্যজনকে আপন করে
আমাকে ভুলে গেলে।
চোখের নিচে কালি পড়েছে
মনটা পুড়ে ছাই
এতো ভালোবাসলাম তোমাকে
তুমি আমাকে বোঝ নাই।
আমিও তো মানুষ বন্ধু
রক্তে মাংসে গড়া
বাহির টা দেখতে যেমন
ভিতরটা আমার পড়া।
তোমার জন্য বন্ধু আমার
হৃদয়টা তোলা
এসো তুমি মনে যদি চায়
মনের দরজা খোলা।
ভাটার মতো জলে
ভুলে যদি যাবে আমাকে
কেন ভালবেসে ছিলে।
এখনো তোমাকে ভুলিনি
আছো তুমি অন্তরে
দিবানিশি কান্দি আমি
তোমার স্মৃতির অন্তরে।
এখন নিমের মত তিতা
তোমার মিষ্টি মধুর কথা
ভালোবাসার ফাঁদে ফেলে
হৃদয়ে দিলে ব্যথা ।
যত্ন করে রাখবে বলে
মনটা কেড়ে নিলে
অন্যজনকে আপন করে
আমাকে ভুলে গেলে।
চোখের নিচে কালি পড়েছে
মনটা পুড়ে ছাই
এতো ভালোবাসলাম তোমাকে
তুমি আমাকে বোঝ নাই।
আমিও তো মানুষ বন্ধু
রক্তে মাংসে গড়া
বাহির টা দেখতে যেমন
ভিতরটা আমার পড়া।
তোমার জন্য বন্ধু আমার
হৃদয়টা তোলা
এসো তুমি মনে যদি চায়
মনের দরজা খোলা।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৯/১২/২০১৯স্পষ্ট উপস্থাপনা।👍
-
স্বপন গায়েন ০৯/১২/২০১৯খুব ভাল
-
আরজু নাসরিন পনি ০৯/১২/২০১৯ভালো চেষ্টা। শুভকামনা রইলো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৯/১২/২০১৯বাহ! সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১২/২০১৯ভালো হয়েছে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/১২/২০১৯দারুণ লেখা, অনন্যা....