গুনি জনে বলে
অর্থবিত্তের চাইতে বেশি
দামি সম্পদ হলো বুদ্ধিমত্তা
সবচাইতে বেশী ভয় হল
দারিদ্রতা ও মূর্খতা।
তোমার দুর্বলতার কারন
নিরর্থক ভয় পাওয়া
বেশি মূল্যবান বিষয়
তুমি হৃদয়বান হওয়া।
বোকার সাথে বন্ধুত্ব কখনো
করতে যেও না বলি, তোমাকে
তোমার উপকারের চাইতে সেতো
ক্ষতি করবে বেশি তোমাকে।
কৃপণের সাথে করোনা বন্ধুত্ব
তোমার বিপদের দিনে
নিজেকে গুটিয়ে নিবে
সেতো পাশে থাকবেন।
পরনিন্দাকারীর সাথে কখনো
করতে যেও না বন্ধুত্ব
প্রয়োজনে ব্যবহার করবে
বুঝবে না সে মহত্ব।
দামি সম্পদ হলো বুদ্ধিমত্তা
সবচাইতে বেশী ভয় হল
দারিদ্রতা ও মূর্খতা।
তোমার দুর্বলতার কারন
নিরর্থক ভয় পাওয়া
বেশি মূল্যবান বিষয়
তুমি হৃদয়বান হওয়া।
বোকার সাথে বন্ধুত্ব কখনো
করতে যেও না বলি, তোমাকে
তোমার উপকারের চাইতে সেতো
ক্ষতি করবে বেশি তোমাকে।
কৃপণের সাথে করোনা বন্ধুত্ব
তোমার বিপদের দিনে
নিজেকে গুটিয়ে নিবে
সেতো পাশে থাকবেন।
পরনিন্দাকারীর সাথে কখনো
করতে যেও না বন্ধুত্ব
প্রয়োজনে ব্যবহার করবে
বুঝবে না সে মহত্ব।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/১২/২০১৯দারুণ অভিব্যক্তি। একরাশ শিউলির শুভেচ্ছা রইলো।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৬/১২/২০১৯ভালো