প্রেমালিনী
কোথায় যেন, কে কাদে
মনে মনে নরক উল্লাস
তপ্ত পূর্ণীমায় ভেসে বেড়ায়
পোড়া প্রেমের দীর্ঘশ্বাস
প্রেমালীনি অচেনা হলে
মুক্তি মেলে কি তোমার
আমার পৃথিবী জুড়ে
বেরসিল মরিচীকার বেষ্টনী
আধার ঘেরা জোনাকির দুচোখ
কখনো দেখেনি বসন্ত
নির্ঘুম দক্ষিণ হায়ায়
ছুয়ে গেছে অগ্নি শিখা।
চাঁদের আড়ালে ঢাকা মেঘ
নিপুণ ছোয়ায় সড়ালে
তোমার আকাশ তারায় ভরা
ঝাক বাঁধা বুনো হাস
সুরে সুরে গেথে ফেলে প্রেম
আমার এ নিঃস্ব বুকে পাইনা কিছু
পাই শুধু পুড়ে যাওয়া ছাই
প্রেম ছিল শীতের আবরণে ঢাকা
অনেক কুয়াশায় হয়েছি অচেনা
অনেক দূরে গড়েছি বসত
মাঝে দুজনার দুই সীমানা।
মনে মনে নরক উল্লাস
তপ্ত পূর্ণীমায় ভেসে বেড়ায়
পোড়া প্রেমের দীর্ঘশ্বাস
প্রেমালীনি অচেনা হলে
মুক্তি মেলে কি তোমার
আমার পৃথিবী জুড়ে
বেরসিল মরিচীকার বেষ্টনী
আধার ঘেরা জোনাকির দুচোখ
কখনো দেখেনি বসন্ত
নির্ঘুম দক্ষিণ হায়ায়
ছুয়ে গেছে অগ্নি শিখা।
চাঁদের আড়ালে ঢাকা মেঘ
নিপুণ ছোয়ায় সড়ালে
তোমার আকাশ তারায় ভরা
ঝাক বাঁধা বুনো হাস
সুরে সুরে গেথে ফেলে প্রেম
আমার এ নিঃস্ব বুকে পাইনা কিছু
পাই শুধু পুড়ে যাওয়া ছাই
প্রেম ছিল শীতের আবরণে ঢাকা
অনেক কুয়াশায় হয়েছি অচেনা
অনেক দূরে গড়েছি বসত
মাঝে দুজনার দুই সীমানা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১০/০২/২০১৯Sundor
-
নুরনবী সরকার ১০/০২/২০১৯সুন্দর লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০২/২০১৯ভালো।