www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঝরা পাতা

কি নির্মম পরিহাস, আজি বসন্ত বেলা ঝরা পাতায়
রং পেলে না। ভেবনা ঝরা পাতায় রং নেই, তার
মায়া হয়ত তোমায় আর ছুঁয়ে যায় না। বিবর্ণ
মলিন, ধুলো মাখা, বয়স্ক রমণীর মত চামড়া কুচিয়ে
কুচিয়ে যাওয়া শুকনো পাতা, তাতেই অবিশ্বাসের
অপবাদে নূপুর পড়া পায়ে দলে যাও, শূন্য প্রান্তরে ফেলে
যাও অবহেলায়। তার মর্মর হৃদয়ের কান্না ভেজা বিধুর
নয়নের আলো দেখতে পাওনি, তোমার মনে আঁধার
ভেজা গোধূলি লগ্ন বয়ে যায় বলে। তোমার জীবন
রাঙ্গাতে টকটকে সবুজ রঙের ছটা মেখে যায় এই বিশ্ব
ধরণী উদাস মনে হয়ত তার খেয়াল রাখনি? তোমার
প্রথম হলুদ শাড়ি, তার শিহরণে প্রথম যে দিন রঞ্জিত
হলে, তখন উন্মাদে হৃদয়ের ভাবনাগুলো কত সহজে
আমার মন আকাশে ছড়িয়ে দিলে। আমি স্বপন মাখিয়ে
সেই কথামালা হলুদ রঙে রাঙিয়ে ছিলাম, টুকটুকে
হলুদ বউয়ের মত।

কি নির্মম উপহাস, আজি বসন্ত বেলা ঝরা পাতায় রং
পেলে না। গাঁদা ফুলের ঝুমকো নাচন দুলিয়ে যেত সুখের
নদী, জন্মান্তরে সেই ঢেউয়ের সাথে আমি ছুটছি নিরবধি।
মনের পরশে আঁকা, দেয়ালে চটে ওঠা হলুদ রঙের
প্রতিচ্ছবি, আর কল্পনার প্রীতি, হলুদ পরী বেখেয়ালে ছুঁয়ে
প্রান জাগালে। আজ তার নিরুত্তাপ প্রস্থান পুড়িয়ে গেল
মনের সীমানা, বিদিশার ঘুটঘুট অন্ধকারে। শেষ প্রহরে সূর্য
হলুদে রাঙ্গুক আর না রাঙ্গুক, আমি হলুদ ঝরা পাতা
হয়ে ঠিকি রাঙাবো নির্মোহ বেদনায়। সন্দিহান জীবনে
প্রশান্তির আশা পুড়িয়ে যায়, উড়ে যায় জীবনের পাণ্ডুলিপির
ছন্দ অক্ষর। হলুদ কলমের বিষণ্ণ লেখনি নির্মমতায় অযত্নে
পড়ে রয়, চিরদিন থাকে হলুদ খামে বন্দী। শত কালের
প্রেমের উত্থান গল্প, খুব যত্ন করে গাঁথা ছিল হৃদয়ে, ছিল
কিশোরী মনে আত্নকথার জট। কে তোমায় মনের জানালা
খুলে দেখিয়েছে, চাঁদের মিষ্টি আবেগিয় প্রাশান্তির আলো? রৌদ্র
উজ্জ্বল পৃথিবীর বুকে আজ চৈত্রের চিতায় ভস্ম হয়ে, পোড়া
দাগ রেখে যাই, খাঁখাঁ শুকনো নদীর বুকে। গ্লানি মুখের
অন্ধকারে ছেয়ে যায় মহাকাশ, দুর্বিনীত অসহায় খেলায় চিরতরে
হারিয়ে যাই, অস্তপাড়ের চোরা বালুচরে। রংহীন হলুদ পাতাগুলো
জেগে ওঠে আরেকবার, মরনের পরে শুকে শুকে লালে লাল হয়ে।
স্মৃতির কারাগারে বন্দী জীবন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast