www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের বিপ্লব

চেতনায় ঘুণে ধরা নষ্ট সমাজে আর ফিরবনা
হে প্রিয়তম। তোমার মত্ত প্রেমে বিভোর হলে
পুরো পৃথিবী আঁধারে ছেয়ে যাবে। হারিয়ে যাওয়ার
বাসনা নিয়ে, তোমার মাথা ছুঁয়ে শপথ করা
প্রশান্তির সকালে বিদায় চাই, অভাগীর আবেগিয়
শেষ চুম্বন পাওনা রইল, আর হয়তো নাও দিতে
পারি ছলনাময়ী পদ্মার ঠোঁটে, ক্ষমা কর আমায়
প্রিয়তম। ঈশানের কোনে কালো মেঘ ওড়ে,
আজ তাকেই তোমার নয়নের কাজল বলে পড়িয়ে
দিলাম, ছুটে চলা বলাকার ঢেউ তোমার পায়ের নুপুর
করে দিলাম, কৃষ্ণচূড়ার ফুলে আলতা বানিয়ে
ভাসিয়ে দিলাম, শত নদের স্রোতে, রাঙিয়ে নিও
তোমার শত সাধের গোপন বাসনা।

ঘন ঘোর কুয়াশায়, নিষিদ্ধ পথে দুজনার দেখা, মিলনকালে
শান্ত নয়নে দুজনার চোখাচোখি, দূরদূর হিমেল
হাওয়ায় মনের শিহরণে কেঁপে উঠি দুজনায়। তোমার
জ্বলজ্বলে নয়নের আলোর শোভা, আমার মনের
আঁধার দূর করেছে, তোমার নুপুর ছন্দে পৃথিবী
হয়েছে সুরালক। তোমার মোহে আমি ভুলে যাই,
আমি বিপ্লবী যাযাবর এক মরুর তরুণ। নিত্য
তপ্ত সূর্য ওঠে, জ্বলে ওঠে বালুর প্রান, তবুও
পৃথিবী কালো ছায়ায় মোড়া, লাগামহীন ঘোড়ার
মত ছুটে চলে দিকভ্রান্ত বিশ্বতরী। মনিব, গোলামের
স্বার্থের ঘাত প্রিতিঘাতে ছিন্নভিন্ন হয়ে যায়, সবুজ
শ্যামল পাহাড়ের বুক। আজ ছিটকে পড়া দুর্বল
যাত্রীদের লোনা জলে বাঁচার প্রাণপণ লড়াই।

মাতৃহারা ক্ষুধিত শিশুর বুক ফাটা আর্তনাদ আর
কান্নায় মুক্তির আওভানে রক্ত চঞ্চল এক উদবাস্ত
গৃহহারা বিপ্লবী তরুণ, মহাকাশের বুকে পদচিহ্ন
রেখে যেতে চাই, চাই স্বপ্ন মোড়া সোনালী ভবিষ্যতের
আশার ফুল হতে। বাঁধ ভাঙা নদী পাড়ি দিতে
এসেছি, এসেছি চির মুক্তির স্বাদ নিতে। অভিমানী
আজ পারবো না তোমার হৃদয় বাঁধনে বেঁধে যেতে।
মানবতার লহরে লহরে আজ বাজে বিষাদ ধ্বনি, আমার
বুকে ঝড় বয়ে যায়, বল প্রিয় তোমাকে সেই বুকে
কেমন করে দেব ঠাই? শাস্ত্রহীন, বর্ণহীন ঝড়ের বয়
কি প্রাণের স্পন্দন?

সেখানে যে শুধু ধ্বংস আর মৃত্যু
খেলা। ঘৃণার দহন থেকে বাদ যায়নি একটি উচ্ছল
পাখি, পোড়া গন্ধে পৃথিবী বীভৎস ডাইনীর মত
রক্ত শুষে খায় পৃথিবীর কালো মাটি। বেদনাহুত
ময়ূরের ডানার ঝাপ্টার আত্নচিতকারে আমি হতবিহবল
ক্ষুব্ধ এক কালের যাত্রী। জানি প্রিয়তমা তোমার
প্রেমের কাব্যের মুল্য দেয়ার মত সাধ্য আমার নেই,
শুধু তোমার মায়াভরা প্রেমের ছোঁয়ায় জাগতে পারে
মৃত্য প্রান, তাই ছড়িয়ে দেব পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র পাথর
ধূলিকণায়। যেখানে তোমার প্রেম অমর হবে আর
তুমি জেগে রবে জ্বলজ্বলে তাঁরা হয়ে, প্রতিটি মুক্তি
পিয়াসী প্রেমিকের মন আকাশে।

তোমার অসীম প্রেমের মত, আমি বিপ্লবী তরুণ সবার
হতে চাই, আমার অস্তিত্ব রবে বিশ্বময়, হে প্রিয়তম
ক্ষমা কর আমায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast