অচেনা আমি
চঞ্চল মনের জগত, কত কৌতূহলে ভরা
ধ্যান সাড়া মোর, তবু দিল নাহি ধরা
কোন সে সত্তা, আজো রইল অজানা
খেয়ালে দেয়াল ভেঙে, চেনার বাসনা
নিজেরে খুঁজি আপনার, আপন চেনা পথে
অচেনা রইল সবি, চিনিনি কোন মতে
নিজেরে চিনিবার আশে, নিরালে বসে বসে
মনের পাতায় কাব্য কথা, পড়ি হেসে।
কেবলি ঝরে আর নতুনে ভরে
কুঁড়ি মেলে, আগামীর রোদে পোড়ে
ধূয়াতে তেতে, নীল আকাশ ভেদে
ফিরে আসি ধরায়, শৃঙ্খল বেঁধে
নবীনের তরী, জলে ভাসাতে মানা
নিজের বৃত্তে নিজেরে, হইল না চেনা
জাগি জাগি বলে, দেখা হল না ঘর
আলো টুটে আসে, থেমে যায় ঝড়।
ফাঁক গলে চুয়ায়, চঞ্চল দিন
এক বসনে রইল জীবন বীণ
মালিক ধনের, অন্য করে দর
অনুতাপে কিনি, অল্পখানিক বর
লুকিয়ে রাখার করি, মিথ্যে বন্দনা
আলো দেখার আজ, আকুল বাসনা
কায়া আর ধরণী, হাওয়াতে ভর
জাগি জাগি বলে, দেখা হল না ঘর
বুঝিলাম শেষে, আমি মানব বেশে
ঘুচলে বিবাদ, মিশব মাটির রসে।
ধ্যান সাড়া মোর, তবু দিল নাহি ধরা
কোন সে সত্তা, আজো রইল অজানা
খেয়ালে দেয়াল ভেঙে, চেনার বাসনা
নিজেরে খুঁজি আপনার, আপন চেনা পথে
অচেনা রইল সবি, চিনিনি কোন মতে
নিজেরে চিনিবার আশে, নিরালে বসে বসে
মনের পাতায় কাব্য কথা, পড়ি হেসে।
কেবলি ঝরে আর নতুনে ভরে
কুঁড়ি মেলে, আগামীর রোদে পোড়ে
ধূয়াতে তেতে, নীল আকাশ ভেদে
ফিরে আসি ধরায়, শৃঙ্খল বেঁধে
নবীনের তরী, জলে ভাসাতে মানা
নিজের বৃত্তে নিজেরে, হইল না চেনা
জাগি জাগি বলে, দেখা হল না ঘর
আলো টুটে আসে, থেমে যায় ঝড়।
ফাঁক গলে চুয়ায়, চঞ্চল দিন
এক বসনে রইল জীবন বীণ
মালিক ধনের, অন্য করে দর
অনুতাপে কিনি, অল্পখানিক বর
লুকিয়ে রাখার করি, মিথ্যে বন্দনা
আলো দেখার আজ, আকুল বাসনা
কায়া আর ধরণী, হাওয়াতে ভর
জাগি জাগি বলে, দেখা হল না ঘর
বুঝিলাম শেষে, আমি মানব বেশে
ঘুচলে বিবাদ, মিশব মাটির রসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ৩০/০৪/২০১৮সবই অচেনা রয়ে গেল।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৪/২০১৮অদ্ভুদ সুন্দর।