বিরোধ
পরাণ জ্বালায় জ্বলে মরি, আমি যে অবোধ
মান ছেড়ে জাত ধরতে, বাঁধাই গণ্ড বিরোধ
আত্না বহে সর্প ফণায়, পোড়া বালুর চরে
আমি থাকি ঘুমের কোলে, স্বপ্ন মায়ায় পড়ে
প্রস্থান কৃপণের, গাই উদার গীত
ঠকে হারাই সাঁঝের কোমল নিদ।
তার মতে দু হাতে, না বুঝে করি সন্ধি
অলস বেলায় ফিরলে চেতন
ওড়ে দেখি অলক্ষ্মী কেতন
সব হারিয়ে হয়ে রই বন্দী
খোলস গায়ে অচল পায়ে, ঘৃণা দিয়ে যায়
কি ভিড়ালে রেখে আড়ালে, কেঁদে মরি হায়।
খলখলে হাসে অসৎ ভণ্ড, বিসর্জন দেয় বিরহ
এমনিত হয় অহরহ, কুড়াই মিথ্যে দণ্ড
পরমানুষের স্বভাব, চলতে গিয়ে দেখা
গোপন ধ্যানে নিষ্ঠুর চালাক, রেখে যায়রে একা
সুখ বিলীন স্রোতে, ধূর্ত রাখে ঘিরে
জীবন পথে ওরা, আসে ফিরে ফিরে।
সহায় সম্বল হারানোর করি ভয়
অসভ্যের ডরে, কেমনে করি তারে জয়?
চুরির কথা বলতে গেলে, কপাত লাগায় ঘরে
ভান ধরে পড়ে থাকে, মরল বুঝি জ্বরে
আত্নগ্লানির আগুনে মেশায় দুর্গন্ধ
মন পুড়ে করে ছাই
সহনের হয় ক্ষয়
পরিত্রাণের দ্বার করি বন্ধ।
অলীক আশায় শখের নেশা পণ্ড
অতি উৎসাহী অবুঝের কাণ্ড
ব্যাথার তাপে প্রার্থনা পুড়ে যায়
নরকের স্বাদ পাই হায় হায়।
মান ছেড়ে জাত ধরতে, বাঁধাই গণ্ড বিরোধ
আত্না বহে সর্প ফণায়, পোড়া বালুর চরে
আমি থাকি ঘুমের কোলে, স্বপ্ন মায়ায় পড়ে
প্রস্থান কৃপণের, গাই উদার গীত
ঠকে হারাই সাঁঝের কোমল নিদ।
তার মতে দু হাতে, না বুঝে করি সন্ধি
অলস বেলায় ফিরলে চেতন
ওড়ে দেখি অলক্ষ্মী কেতন
সব হারিয়ে হয়ে রই বন্দী
খোলস গায়ে অচল পায়ে, ঘৃণা দিয়ে যায়
কি ভিড়ালে রেখে আড়ালে, কেঁদে মরি হায়।
খলখলে হাসে অসৎ ভণ্ড, বিসর্জন দেয় বিরহ
এমনিত হয় অহরহ, কুড়াই মিথ্যে দণ্ড
পরমানুষের স্বভাব, চলতে গিয়ে দেখা
গোপন ধ্যানে নিষ্ঠুর চালাক, রেখে যায়রে একা
সুখ বিলীন স্রোতে, ধূর্ত রাখে ঘিরে
জীবন পথে ওরা, আসে ফিরে ফিরে।
সহায় সম্বল হারানোর করি ভয়
অসভ্যের ডরে, কেমনে করি তারে জয়?
চুরির কথা বলতে গেলে, কপাত লাগায় ঘরে
ভান ধরে পড়ে থাকে, মরল বুঝি জ্বরে
আত্নগ্লানির আগুনে মেশায় দুর্গন্ধ
মন পুড়ে করে ছাই
সহনের হয় ক্ষয়
পরিত্রাণের দ্বার করি বন্ধ।
অলীক আশায় শখের নেশা পণ্ড
অতি উৎসাহী অবুঝের কাণ্ড
ব্যাথার তাপে প্রার্থনা পুড়ে যায়
নরকের স্বাদ পাই হায় হায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ২৮/০৪/২০১৮আরো ভালো হতে পারতো । ছন্দের দিকে আরও মনোনিবেশ করতে হবে ॥
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/০৪/২০১৮অসাধারণ।