কি কথা বলিবে বলে
কি কথা বলিবে বলে?
এসেছিলে খোলা চুলে
আমি দেখিনি একবারও চেয়ে
চলে গেছো আকাশের তরী বেয়ে
নয়ন জল রেখেছ চেপে
ডেকেছ আমায় কেঁপে কেঁপে
ধুঁয়ার মাঝে গেছ মিলে
কি কথা বলিবে বলে?
অভাগা আমি আড়ালে থাকি
তোমায় ডাকি রাতের পাখি
দ্বন্দ্ব মনে কণ্ঠ শুনি
পথে পথে স্বপ্ন বুনি
কি মায়া গেলে যে ফেলে
কি কথা বলিবে বলে?
মেঠো পথে এসে হায়
খেয়া পাড়ে তরী নাই
আঁধার মাঝে নিলে চিনে
ঢেউ খেলা রসে কিনে
হৃদয়ে গভীর মর্ম বেদন
কিসে দিলে আমায় বাঁধন?
ভ্রুর পরে মেঘের ভারা
ঘিরে ধরে সাঁঝের তাঁরা
ফুলের মালা পায়ে দলে
কি কথা বলিবে বলে?
ফিরে ফিরে দেখলে চেয়ে
কোন সুদূরে হঠাৎ গেয়ে
চিঠির খাম রইল পড়ে
স্মৃতির পাতায় একলা ঘরে
ভেসে গেল সবি জলে
কি কথা বলিবে বলে?
এসেছিলে খোলা চুলে
আমি দেখিনি একবারও চেয়ে
চলে গেছো আকাশের তরী বেয়ে
নয়ন জল রেখেছ চেপে
ডেকেছ আমায় কেঁপে কেঁপে
ধুঁয়ার মাঝে গেছ মিলে
কি কথা বলিবে বলে?
অভাগা আমি আড়ালে থাকি
তোমায় ডাকি রাতের পাখি
দ্বন্দ্ব মনে কণ্ঠ শুনি
পথে পথে স্বপ্ন বুনি
কি মায়া গেলে যে ফেলে
কি কথা বলিবে বলে?
মেঠো পথে এসে হায়
খেয়া পাড়ে তরী নাই
আঁধার মাঝে নিলে চিনে
ঢেউ খেলা রসে কিনে
হৃদয়ে গভীর মর্ম বেদন
কিসে দিলে আমায় বাঁধন?
ভ্রুর পরে মেঘের ভারা
ঘিরে ধরে সাঁঝের তাঁরা
ফুলের মালা পায়ে দলে
কি কথা বলিবে বলে?
ফিরে ফিরে দেখলে চেয়ে
কোন সুদূরে হঠাৎ গেয়ে
চিঠির খাম রইল পড়ে
স্মৃতির পাতায় একলা ঘরে
ভেসে গেল সবি জলে
কি কথা বলিবে বলে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ২৬/০৪/২০১৮Nice.
-
পবিত্র চক্রবর্তী ২৬/০৪/২০১৮ভালো তবে ছন্দের ঠিক রাখতে হবে ॥
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/০৪/২০১৮"কি কথা বলিবে বলে"
অসাধারণ লেগেছে।