www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্ব শ্মশান

কতটুকু জল গড়ালে, বন্ধু তোমার বিধ্বংসী সাগর হবে পূর্ণ?
কতটুকু রং জড়ালে, তোমার আকাশ পাবে বর্ণ? তেষ্টার
ফাগুনে নীলাভ যাতনা সম্মুখে খোলা আকাশ, ছন্দহীন
বিকেলের দ্বন্দ্ব খেলায়, মুক্ত পাখির আঁখি ঢেকে, আঁধার
হয়ে করেছে বিকাশ। কতটুকু রক্ত পেলে, তোমার শখের
দেনা মিটিয়ে, আলতা হয়ে রাঙা চরণ যাবে ঘেরা?
কতটুকু আওয়াজ দিলে, শঙ্কা মনে তোমার কানে, ঘরে
যাবে ফেরা?

বন্ধু বৈশাখের ঝড়ো দিনে, অধিকার আদায়ে রাজপথের মিছিলে
দুজনার দেখা, তোমার অস্ত্রের আঘাতে আমার বিদ্রোহী
বুকে সমর পত্র লেখা। কতটুকু প্রেম দিলে, তোমার তৃষ্ণার্ত
চোখের আগুন হবে শান্ত? কতটুকু ঘৃণা ছড়ালে, তোমার
দগদগে অস্ত্রের তেজস্বীয়তা হবে ক্লান্ত? আমার পৃথিবীর শোভা
যাত্রায় আজ শোকের মাতম, সে মৃত্যু বিদারী ধ্বনি
চিরতার জলে শবদেহে আজ পান্থ শালিকের স্বপ্ন বুনি। কতটুকু
ভস্ম ছড়ালে, তোমার সমাধির উপরে উর্বর হবে জমিন?
কতটুকু উল্লাস জড়ালে, তোমার প্রেমিক বক্ষে মুক্ত হবে কামিন?

ধুয়াশার সাঁজ কেটে যাবে আজ, একাকি চলে দেউলিয়া মুসাফির
রুদ্র কোলাহলে দাফন করেছি প্রিয়ার চাতক আঁখি, আজ তাই
অশ্রুহীন স্তব্দ বীর। কতটুকু অন্তর দহনে, তোমার হৃদয় গহনে
হবে মুখরিত প্রাণের সঞ্চার? কতটুকু মরণ সন্ধানী হলে,
তোমার বুকের জমাট পাথর ভেঙে, মুছে যাবে দাগ পাপ বঞ্চার?
আমি অতীত ভুক নিশি অবসানে, গুমোট মেঘে মুহূর্তে হই
খাড়া, অতৃপ্ত আত্না হয়ে সভ্যতার পিরামিডে মরণ কামড়ে
দেই নাড়া।

কতটুকু দোল দিলে বিশ্ব মানবতার তরী, ঢেউ চূর্ণ করে
হবে পার? কতটুকু স্পন্দন ঝরে গেলে মাটির গর্ভে, তোমার
মরুর আঁখি হবে ভার? হিন্দোলে রচিবে না, এ জ্বালা সইবে
না, বিশ্ব শ্মশানে কেউ গাইবে না গান, মরা বাঁকে দাঁড়কাক গৃহ
ছাড়ে, মর্চে পড়ে সাগর পাড়ে, জট বাঁধা বিদেহী আত্নার মান।
কপট বায়ুর তরঙ্গে, কুয়াশার রঙে দুলবে না শত ফুল, রুক্ষ
খরায় এই বসুন্ধরায় নিথর প্রাণ পাবেনা রুপোলী চাঁদের কূল।
সমর্পণ করি তোমারি লাগি, জীবন প্রদীপ নিভায়ে তোমারে দেব
আলো, নির্বাক পৃথিবীর বুকে উষ্ণ বিরহে, কথা দিলাম ঘুচায়ে
দেব সব কালো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ন্যান্সি দেওয়ান ২৪/০৪/২০১৮
    Very Hard but very nice.
    • মোঃ ফাহাদ আলী ২৫/০৪/২০১৮
      ধন্যবাদ প্রিয় কবি পড়ে মন্তব্য করার জন্য। কবিতায় মানবতার কথা তুলে ধরেছি।
  • ভাবনার অতল গভীরের কাব্যময় লেখনী।
    দারুন লাগল।
    ধন্যবাদ।
 
Quantcast