মেঘবালা
আমি দেখিনু যেদিন আকাশের পথে, ছড়ানো মেঘের ভ্রু
সেই দিন হতে ছুটে চলা, সেই দিন হতে শুরু
কালো কেশরী হাতে বাঁশরী, খেয়া পাড়ে কে বাজায়
ঠোঁটের বুননে হৃদয় মননে, কে বলরে সাজায়?
কে তরুণী সোনার চিরুনি, কে গাঁথেরে বেণী
জলের মত সুখ ছিটাল, কে করল রে ঋণী?
শালিক পাখির রং নিয়ে সে, মালিশ করে গালে
হাসির দাসী নেচে গেল, মেঘ উড়ানো পালে।
সন্ধ্যা এলে নিঝুম বিলে, ফুটছে কত তাঁরা
প্রিয়তম হে শীতল মনে, দাও না আজি সাড়া
কুসুম জবা তোমার খোঁপায়, খেয়ে যাবে দোল
কাছে আসার নিবিড় পরশ, বুকে বাজে ঢোল।
ঢেউ ছড়ানো সাগর দিঘী, নয়ন ভরা কাজল
কোমর দোলায় বিশ্ব কাঁপে, রিনিঝিনির মাদল
কপাল মাঝে জনাক টিপ, বিধ্বংসী তার হাসি
বারবার তোমার দ্বারে, আমি ফিরে আসি।
নখ ছুঁয়ে বারি ধারায়, ঝরছে অমর মধু
তুমি কি সেই নীলিমা, কোন গাঁয়ের বধূ?
বিজলী নায়ে যাও ভেসে, ক্ষণিক দিয়ে দেখা
পরীর মত ঝলক তোমার, প্রাজাপতির পাখা
নীল চাঁদোয়া গহীন তলে, কোথায় কর চাষ?
মেঘ বালা নয়ন কালা, প্রেমের খেয়ায় বাস।
সেই দিন হতে ছুটে চলা, সেই দিন হতে শুরু
কালো কেশরী হাতে বাঁশরী, খেয়া পাড়ে কে বাজায়
ঠোঁটের বুননে হৃদয় মননে, কে বলরে সাজায়?
কে তরুণী সোনার চিরুনি, কে গাঁথেরে বেণী
জলের মত সুখ ছিটাল, কে করল রে ঋণী?
শালিক পাখির রং নিয়ে সে, মালিশ করে গালে
হাসির দাসী নেচে গেল, মেঘ উড়ানো পালে।
সন্ধ্যা এলে নিঝুম বিলে, ফুটছে কত তাঁরা
প্রিয়তম হে শীতল মনে, দাও না আজি সাড়া
কুসুম জবা তোমার খোঁপায়, খেয়ে যাবে দোল
কাছে আসার নিবিড় পরশ, বুকে বাজে ঢোল।
ঢেউ ছড়ানো সাগর দিঘী, নয়ন ভরা কাজল
কোমর দোলায় বিশ্ব কাঁপে, রিনিঝিনির মাদল
কপাল মাঝে জনাক টিপ, বিধ্বংসী তার হাসি
বারবার তোমার দ্বারে, আমি ফিরে আসি।
নখ ছুঁয়ে বারি ধারায়, ঝরছে অমর মধু
তুমি কি সেই নীলিমা, কোন গাঁয়ের বধূ?
বিজলী নায়ে যাও ভেসে, ক্ষণিক দিয়ে দেখা
পরীর মত ঝলক তোমার, প্রাজাপতির পাখা
নীল চাঁদোয়া গহীন তলে, কোথায় কর চাষ?
মেঘ বালা নয়ন কালা, প্রেমের খেয়ায় বাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৪/২০১৮ধন্য হলাম পাঠে।
-
ন্যান্সি দেওয়ান ২৩/০৪/২০১৮Nice.