অজ্ঞ লোকের সখ্য ভালো
অজ্ঞ লোকের সখ্য ভালো, বিজ্ঞ জনের ধান্ধা
শখের বশে নিজের দোষে, স্বভাব খেলায় বান্দা
স্বপ্ন বাজি ধরতে রাজি, অজ্ঞ জনের ধ্যান
মুখের ভাজি মিথ্যে ত্যাজি, মঞ্চে দেবে জ্ঞান।
দুস্থ জনের সুস্থ মন, অল্প কথায় কাজ
নষ্ট মনের তেষ্টা বেশি, ওরা ফড়িং বাজ
গুপ্ত মনে রপ্ত করে, শর্ত ছাড়া চল
ভৃত্য হয়ে নিত্য চোষে, গর্ত ভরা জল।
সত্য তারাই জীবন হারায়, প্রেমে জাগে ভ্রূণ
অন্ধ ওরা বন্দ করে, নীতির মুখে চুন
পোশাক যত হোক না ভালো, মনটা তত কালো
চুলায় আগুন জ্বলে দ্বিগুণ, চোখে ফোটে আলো।
শখের বশে নিজের দোষে, স্বভাব খেলায় বান্দা
স্বপ্ন বাজি ধরতে রাজি, অজ্ঞ জনের ধ্যান
মুখের ভাজি মিথ্যে ত্যাজি, মঞ্চে দেবে জ্ঞান।
দুস্থ জনের সুস্থ মন, অল্প কথায় কাজ
নষ্ট মনের তেষ্টা বেশি, ওরা ফড়িং বাজ
গুপ্ত মনে রপ্ত করে, শর্ত ছাড়া চল
ভৃত্য হয়ে নিত্য চোষে, গর্ত ভরা জল।
সত্য তারাই জীবন হারায়, প্রেমে জাগে ভ্রূণ
অন্ধ ওরা বন্দ করে, নীতির মুখে চুন
পোশাক যত হোক না ভালো, মনটা তত কালো
চুলায় আগুন জ্বলে দ্বিগুণ, চোখে ফোটে আলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৪/২০১৮বাহ
-
সুশান্ত বিশ্বাস ২২/০৪/২০১৮nice