তুমি আমি দুজনার জন্য
আলোক মালায় ডুবল শোভা
ভীতু মনে বাঁধলে খোঁপা
ডাকতে গিয়ে কাঁপল গলা
খুজতে গিয়ে থামল চলা।
বর্ণী লেখা পত্র পাতায়
মুষল ধারে বর্ষা স্রোতায়
বইতে গিয়ে আলোর খেয়া
চূর্ণ বুকে জাগল দেয়া।
বলহীন দেহে পড়ে বর্ম
মুরছে পড়ে সকল কর্ম
বর্ণ চোরা রং না পেলে
অন্ধ চোখে পিষলে দলে।
প্রেম কুড়ায়ে ডালা ভরি
আর কত হে লুকোচুরি
শেষ ছত্রে করেছ ধন্য
তুমি আমি দুজনার জন্য।
ভীতু মনে বাঁধলে খোঁপা
ডাকতে গিয়ে কাঁপল গলা
খুজতে গিয়ে থামল চলা।
বর্ণী লেখা পত্র পাতায়
মুষল ধারে বর্ষা স্রোতায়
বইতে গিয়ে আলোর খেয়া
চূর্ণ বুকে জাগল দেয়া।
বলহীন দেহে পড়ে বর্ম
মুরছে পড়ে সকল কর্ম
বর্ণ চোরা রং না পেলে
অন্ধ চোখে পিষলে দলে।
প্রেম কুড়ায়ে ডালা ভরি
আর কত হে লুকোচুরি
শেষ ছত্রে করেছ ধন্য
তুমি আমি দুজনার জন্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২২/০৪/২০১৮বেশ ভালো ...
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৪/২০১৮দারুন