শ্যামল প্রীতি
বিরান গৃহে মাধবী ফুলের ভিড়
সেথায় বেঁধেছে বুলবুলির ছোট নীড়
দেনাদার শুধিছে অদিনেরে শ্যামল প্রীতি
জাগতিক ভাবনায় ঢাকিছে সকল স্মৃতি।
পাপীরে সঁপেছে নীতি ভূষণ বিপ্লব
ভাবিয়া মারে, কাঁপিয়া অধর পল্লব
মনীষা জাগে না হায় রোজ ভোরে
ভাঙা স্বরের ঢেউ গৃহে আছড়ে পড়ে।
অল্প সুবাসে তার পাতিয়া আসন
হৃদয় মঞ্চে রাখি সোনার বাসন
বাসনা লয়ে রাখি বাঁশির মতন
বেতালে হারায় চিত্ত শয়ন স্বপন।
মালার আশে সঁপেছি নত শীর
ব্যাথার মঞ্জুরি হৃদয় গহীনে করে ভিড়
দ্বার খুলে রাখি, ভরা মনের পবন
অসীম হৃদয়ে তারে করি যে গোপন।
সেথায় বেঁধেছে বুলবুলির ছোট নীড়
দেনাদার শুধিছে অদিনেরে শ্যামল প্রীতি
জাগতিক ভাবনায় ঢাকিছে সকল স্মৃতি।
পাপীরে সঁপেছে নীতি ভূষণ বিপ্লব
ভাবিয়া মারে, কাঁপিয়া অধর পল্লব
মনীষা জাগে না হায় রোজ ভোরে
ভাঙা স্বরের ঢেউ গৃহে আছড়ে পড়ে।
অল্প সুবাসে তার পাতিয়া আসন
হৃদয় মঞ্চে রাখি সোনার বাসন
বাসনা লয়ে রাখি বাঁশির মতন
বেতালে হারায় চিত্ত শয়ন স্বপন।
মালার আশে সঁপেছি নত শীর
ব্যাথার মঞ্জুরি হৃদয় গহীনে করে ভিড়
দ্বার খুলে রাখি, ভরা মনের পবন
অসীম হৃদয়ে তারে করি যে গোপন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৯/০৪/২০১৮Nice, welcome
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৪/২০১৮দারুন কাব্যময়। ধন্য হলাম।
-
কাজী জুবেরী মোস্তাক ১৯/০৪/২০১৮বাহ্ অনিন্দ্য সুন্দর উপস্থাপন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৪/২০১৮অনবদ্য কাব্যিক ধারা বহমান।
পরিতৃপ্ত হলাম।
ধন্যবাদ।