পারলে আমায় দোষো
দুঃখ তুমি দেবেই যদি, আমায় দিও পাপ
আকাশ ভরা তাঁরা হইও, দিয়ে অভিশাপ
লজ্জামুখী সজ্জা পাশে, ঘুম হয়ে আসো
নিঝুম রাতে স্বপ্ন ভাঙি, পারলে আমায় দোষো।
সেই শখ নেইযে আমার চোখ ভিজিয়ে কাঁদি
যাওয়ার বেলা খুলব বাঁধন, রাখবোনা আর বাঁধি
জীবন ঘেরা স্মৃতির দেয়াল, কে তুলেছে কবে?
দাগ লাগা একটি খেয়াল, আজো থেকে যাবে।
চাইলে তুমি আপন মনে, গাইতে পারো গান
তোমার খেয়ায় উঠলে হবে, দুঃখ অবসান
নীল পাহাড় বইতে পার, সইতে পারো ঝড়
ফেরার পথে থেমে গেলে, ধ্বংস হবে ঘর।
হার না মানা দীপ্ত বুকে, আনতে পারো মান
টাশ টাশ ছিঁড়তে পারো, যত আছে বান
কাজল কীটের জ্বালা হবে, তালার নেইযে বল
সামনে দাঁড়ায় কেবা আছে, পাহাড় অবিচল।
কোন সে পথের পথিক হবে, খোলা আছে দ্বার
ঠাই দাড়িয়ে আছি এখন, ধ্বংস নদীর পাড়
নিত্য তোমায় খুঁজি ওগো, শান্ত নদীর জলে
ঢেউয়ে ঢেউয়ে ভেসেই যাবে, তোমার মত খেলে।
দ্বন্দ্ব মনে খেলবে যদি, আমার হবে হার
কেমন করে বইব ওগো, তোমার দেয়া ভার?
ইচ্ছে হলেই যাবে চলে, মুক্ত হলেই বাদী
বলব তোমায় যেওনা গো, ক্ষুদ্র হয়ে সাধি।
আকাশ ভরা তাঁরা হইও, দিয়ে অভিশাপ
লজ্জামুখী সজ্জা পাশে, ঘুম হয়ে আসো
নিঝুম রাতে স্বপ্ন ভাঙি, পারলে আমায় দোষো।
সেই শখ নেইযে আমার চোখ ভিজিয়ে কাঁদি
যাওয়ার বেলা খুলব বাঁধন, রাখবোনা আর বাঁধি
জীবন ঘেরা স্মৃতির দেয়াল, কে তুলেছে কবে?
দাগ লাগা একটি খেয়াল, আজো থেকে যাবে।
চাইলে তুমি আপন মনে, গাইতে পারো গান
তোমার খেয়ায় উঠলে হবে, দুঃখ অবসান
নীল পাহাড় বইতে পার, সইতে পারো ঝড়
ফেরার পথে থেমে গেলে, ধ্বংস হবে ঘর।
হার না মানা দীপ্ত বুকে, আনতে পারো মান
টাশ টাশ ছিঁড়তে পারো, যত আছে বান
কাজল কীটের জ্বালা হবে, তালার নেইযে বল
সামনে দাঁড়ায় কেবা আছে, পাহাড় অবিচল।
কোন সে পথের পথিক হবে, খোলা আছে দ্বার
ঠাই দাড়িয়ে আছি এখন, ধ্বংস নদীর পাড়
নিত্য তোমায় খুঁজি ওগো, শান্ত নদীর জলে
ঢেউয়ে ঢেউয়ে ভেসেই যাবে, তোমার মত খেলে।
দ্বন্দ্ব মনে খেলবে যদি, আমার হবে হার
কেমন করে বইব ওগো, তোমার দেয়া ভার?
ইচ্ছে হলেই যাবে চলে, মুক্ত হলেই বাদী
বলব তোমায় যেওনা গো, ক্ষুদ্র হয়ে সাধি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ১৯/০৪/২০১৮অনিন্দ্য সুন্দর উপস্থাপন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০৪/২০১৮অদ্ভুদ সুন্দর কাব্যিক প্রকাশ। ধন্য হলাম। শুভকামনা রইল।