সেদিন তুমি পড়বে মনে
বন্ধু হে আমার দুলানি দোল
আজিকে দিনে আঁখি দুটি খোল।
আঁখি পাতে স্বপ্ন রোপণ
করিসনে আর আজকে গোপন
রাঙাসনে আর রাঙা ভুরু
শেষ হতে কর না শুরু
সত্য মুখে উঠুক বিজলী বোল।
ভাঙা বীণা নেরে তুলে
তার বেঁধে নে খোলা চুলে
মুক্ত কর হে সুখের বাঁধন
হৃদয় মাঠে সত্য সাধন
সুরখানি কণ্ঠে না হয় তোল।
পারাপারের গুপ্ত ভেলায়
নতুন করে আস না মেলায়
হাস না ওরে আপন সুরে
বিশ্ব মায়ায় উড়ে উড়ে
জীবন চক্র হয়রে আজি গোল।
তাঁরার ফুলে সাঁজে গগণ
নতুন করে জাগবি যখন
ভাগবি যখন খেলা শেষে
ছায়া পরে গায়ে এসে
সেদিন না হয় পায়ের নূপুর খোল।
সেদিন তুমি পড়বে মনে
চলে যাওয়ার আয়োজনে
হৃদয় মাঠে স্বপ্ন বুনে
কাঁদব আমি তোমার ঋণে
তোমার কাছে পাতব হাতের চোল।
ধূলি কণা পড়বে চোখে
ভাসব জলে মিথ্যা শোকে
বিদায় বেলা যে যার মত
আমার বুকে রইবে ক্ষত
ঝাঁকরা চুলে বাজবে না আর ঢোল।
কেমন করে মুক্ত হবে?
প্রেমের দ্রোহ অনুভবে
স্মৃতির কানন ফোটায় ফুল
হাওয়া এসে দেবে দুল
আমি গড়ব ব্যাথার মহল।
বন্ধু হে আমার দুলানি দোল
আজিকে দিনে আঁখি দুটি খোল।
আজিকে দিনে আঁখি দুটি খোল।
আঁখি পাতে স্বপ্ন রোপণ
করিসনে আর আজকে গোপন
রাঙাসনে আর রাঙা ভুরু
শেষ হতে কর না শুরু
সত্য মুখে উঠুক বিজলী বোল।
ভাঙা বীণা নেরে তুলে
তার বেঁধে নে খোলা চুলে
মুক্ত কর হে সুখের বাঁধন
হৃদয় মাঠে সত্য সাধন
সুরখানি কণ্ঠে না হয় তোল।
পারাপারের গুপ্ত ভেলায়
নতুন করে আস না মেলায়
হাস না ওরে আপন সুরে
বিশ্ব মায়ায় উড়ে উড়ে
জীবন চক্র হয়রে আজি গোল।
তাঁরার ফুলে সাঁজে গগণ
নতুন করে জাগবি যখন
ভাগবি যখন খেলা শেষে
ছায়া পরে গায়ে এসে
সেদিন না হয় পায়ের নূপুর খোল।
সেদিন তুমি পড়বে মনে
চলে যাওয়ার আয়োজনে
হৃদয় মাঠে স্বপ্ন বুনে
কাঁদব আমি তোমার ঋণে
তোমার কাছে পাতব হাতের চোল।
ধূলি কণা পড়বে চোখে
ভাসব জলে মিথ্যা শোকে
বিদায় বেলা যে যার মত
আমার বুকে রইবে ক্ষত
ঝাঁকরা চুলে বাজবে না আর ঢোল।
কেমন করে মুক্ত হবে?
প্রেমের দ্রোহ অনুভবে
স্মৃতির কানন ফোটায় ফুল
হাওয়া এসে দেবে দুল
আমি গড়ব ব্যাথার মহল।
বন্ধু হে আমার দুলানি দোল
আজিকে দিনে আঁখি দুটি খোল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ১৯/০৪/২০১৮বাহ্
-
কামরুজ্জামান সাদ ১৮/০৪/২০১৮দারুণ ছন্দবদ্ধ লেখা।শুভেচ্ছা রইল।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৪/২০১৮মুগ্ধ হলাম।
অনবদ্য লেখা।
শুভকামনা রইল।
ভাল থাকবেন।