শ্রাবণের বর্ষণে তাহারি দর্শনে
শ্রাবণের বর্ষণে তাহারি দর্শনে
কত সুর বেজেছিল গগণে
শত ফুলে ছড়ে গো সৌরভ
পাবো বলে, মনে জাগে গৌরব।
অচল পুরীর রাঙা প্রাণে
হেসে খেলে বজ্র গানে
নিখিল মাঝারে ছিলে একা
ঘন বনে হল দেখা।
বাদলের মত ঝরে নুপুর
আঁখির পরে ডুবল দুপুর
কেন এলে কে জানে
লুকে ছিলে কোন খানে?
শ্যামা পথে ভুলে হায়
তারে কূলে কূলে পাই
বাঁধিতে গো মনে চায়
ভরা মনে তারি ঠাই।
কত সুর বেজেছিল গগণে
শত ফুলে ছড়ে গো সৌরভ
পাবো বলে, মনে জাগে গৌরব।
অচল পুরীর রাঙা প্রাণে
হেসে খেলে বজ্র গানে
নিখিল মাঝারে ছিলে একা
ঘন বনে হল দেখা।
বাদলের মত ঝরে নুপুর
আঁখির পরে ডুবল দুপুর
কেন এলে কে জানে
লুকে ছিলে কোন খানে?
শ্যামা পথে ভুলে হায়
তারে কূলে কূলে পাই
বাঁধিতে গো মনে চায়
ভরা মনে তারি ঠাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৫/০৪/২০১৮আপনার বেশ ভালো লিখা ধদ্যবাদ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০৪/২০১৮দারুন