পাপ মোচন
আজকে আমি খেয়া হারাই, দাড়িয়ে একা লুপ্ত বল
কেমনে পাড়ি দেব ওরে, সাগর মাঝে ব্যাথার ঢল
ভাঙা পথে আঁধার ঘেরে, অন্ধ হয়ে লুকাই দূরে
ভেসে ওঠে কালের তরী, আমার ছায়া আকাশ জুড়ে
শূন্য পানে রইব চেয়ে, গাইব একা মুক্তির গান
চরণ ধরে যাব উড়ে, প্রভু দিলে দিবে টান।
চুপি চুপি করতে চুরি, ধরা পড়ি আমি চোর
মাতাল ঘরে শীতল নিশি, বেতাল হয়ে লাগাই দোর
পাতাল চিরে বদল করি, ঝরে পড়া শুকনো শ্বাস
আত্না নিজে কতল করি, মাদল বাজায় মরা লাশ
হায় বলে বাড়াই চরণ, বরণ ডালায় ক্ষিপ্ত পাড়
আঁখির জলে ওঠে জ্বলে, পাখির ডানায় ভীষণ ধার।
রক্তে শিকল ভিজল তবু, ডুবল না তার পাথর মন
মৃত্যু এনে গায়ে জড়ায়, ক্ষিপ্ত হয়ে আয়োজন
দুর্দিনে ছেড়ে বাঁধন, কে দেবেরে অলস ঘুম
তারি হাতে জামিন লেখা, যে দিয়েছে আদর চুম
বক্ষ চিরে কবর বাসির, দক্ষ হাতে করে রচন
কার প্রেমে দিবানিশি, অধর পাতায় কার বচন?
হিয়া কাঁপে আপন খেলায়, ধরে দেয়া আজকে বাজি
মাথার পরে তপ্ত রবি, ছাই পুড়ে হতেও রাজি
ভুবন মাঝে সকাল সাঁঝে, আদেশ তার বয় কজন?
প্রভুর প্রেমে দিলে ঝাঁপ, তার হবে পাপ মোচন
আঁখির জোয়ার উঠলে যদি, প্রভু তিনি করেন ক্ষমা
পাপের ধন দিলাম ফেরত, তার কাছে সকল জমা।
কেমনে পাড়ি দেব ওরে, সাগর মাঝে ব্যাথার ঢল
ভাঙা পথে আঁধার ঘেরে, অন্ধ হয়ে লুকাই দূরে
ভেসে ওঠে কালের তরী, আমার ছায়া আকাশ জুড়ে
শূন্য পানে রইব চেয়ে, গাইব একা মুক্তির গান
চরণ ধরে যাব উড়ে, প্রভু দিলে দিবে টান।
চুপি চুপি করতে চুরি, ধরা পড়ি আমি চোর
মাতাল ঘরে শীতল নিশি, বেতাল হয়ে লাগাই দোর
পাতাল চিরে বদল করি, ঝরে পড়া শুকনো শ্বাস
আত্না নিজে কতল করি, মাদল বাজায় মরা লাশ
হায় বলে বাড়াই চরণ, বরণ ডালায় ক্ষিপ্ত পাড়
আঁখির জলে ওঠে জ্বলে, পাখির ডানায় ভীষণ ধার।
রক্তে শিকল ভিজল তবু, ডুবল না তার পাথর মন
মৃত্যু এনে গায়ে জড়ায়, ক্ষিপ্ত হয়ে আয়োজন
দুর্দিনে ছেড়ে বাঁধন, কে দেবেরে অলস ঘুম
তারি হাতে জামিন লেখা, যে দিয়েছে আদর চুম
বক্ষ চিরে কবর বাসির, দক্ষ হাতে করে রচন
কার প্রেমে দিবানিশি, অধর পাতায় কার বচন?
হিয়া কাঁপে আপন খেলায়, ধরে দেয়া আজকে বাজি
মাথার পরে তপ্ত রবি, ছাই পুড়ে হতেও রাজি
ভুবন মাঝে সকাল সাঁঝে, আদেশ তার বয় কজন?
প্রভুর প্রেমে দিলে ঝাঁপ, তার হবে পাপ মোচন
আঁখির জোয়ার উঠলে যদি, প্রভু তিনি করেন ক্ষমা
পাপের ধন দিলাম ফেরত, তার কাছে সকল জমা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৪/২০১৮অসাধারণ।
-
সাঁঝের তারা ১৩/০৪/২০১৮সুন্দর! নববর্ষের শুভকামনা ও শুভেচ্ছা প্রিয় কবি ...