বৈশাখের আওভান
পাতায় পাতায় ছন্দ খাতায়, এলো নব দিন
মেঘ ঘুঙ্গুর আকাশ পায়ে, বাঝে রিন ঝিন
খরা ভেঙে ধরায় এলো, বৈশাখী মাতাল হাওয়া
এলো এলো বলে আজ, নতুন করে পাওয়া
ধুলো মাখা পাতা ছুঁয়ে, জাগে সুফলা সবুজ
কচি ধান দোল খায়, মাঠে খেলেরে অবুঝ।
শিল পড়ে রাজ পথে, নেমে এলো স্বস্তি
বসন্তের বিদায় ক্ষণে, বজ্র মেঘের দোস্তি
নব রূপে চুপে চুপে, জাগে সব পাড়া
অবিরাম ঝরঝর সরোবর, এক পায়ে খাড়া
পাল ছিঁড়ে আসে তেড়ে, কালো রূপের ছায়া
তোমারে পেতে আহ্লাদে মেতে, জমে আছে মায়া।
হাল চাল বুঝে ডাল, দোল খায় মনে
আলতার আবরণ অজানা শিহরণ, ফুল ঝরে বনে
খই মুড়ি ফোটে আর, মেলার পানে ধাই
সুরেলা বাঁশিতে একগাল হাসিতে, বৈশাখী গান গাই
উৎসব শিকারে প্রাণের আকরে, শত জনমের কৃষ্টি
চাতক চোখে পল্লীর বুকে, নব ঐশ্বর্যের সৃষ্টি।
উসখুস জীবনে নব আওভানে, ধরি বাঁশের লাঠি
ফুলের টোপা চুলের খোঁপা, বেঁধে নিয়ে কাঠি
ঘরে ফিরে ধীরে ধীরে, থেমে যায় বেলা
পান্তার জলে, বৈকালে, রুপোলী ইলিশের খেলা
ওড়ে আজ নতুন সাঁজ, নতুন দিনের কেতন
সুখে মোড়া স্বপ্ন জোড়া, শুদ্ধ বাঙ্গালীর চেতন।
মেঘ ঘুঙ্গুর আকাশ পায়ে, বাঝে রিন ঝিন
খরা ভেঙে ধরায় এলো, বৈশাখী মাতাল হাওয়া
এলো এলো বলে আজ, নতুন করে পাওয়া
ধুলো মাখা পাতা ছুঁয়ে, জাগে সুফলা সবুজ
কচি ধান দোল খায়, মাঠে খেলেরে অবুঝ।
শিল পড়ে রাজ পথে, নেমে এলো স্বস্তি
বসন্তের বিদায় ক্ষণে, বজ্র মেঘের দোস্তি
নব রূপে চুপে চুপে, জাগে সব পাড়া
অবিরাম ঝরঝর সরোবর, এক পায়ে খাড়া
পাল ছিঁড়ে আসে তেড়ে, কালো রূপের ছায়া
তোমারে পেতে আহ্লাদে মেতে, জমে আছে মায়া।
হাল চাল বুঝে ডাল, দোল খায় মনে
আলতার আবরণ অজানা শিহরণ, ফুল ঝরে বনে
খই মুড়ি ফোটে আর, মেলার পানে ধাই
সুরেলা বাঁশিতে একগাল হাসিতে, বৈশাখী গান গাই
উৎসব শিকারে প্রাণের আকরে, শত জনমের কৃষ্টি
চাতক চোখে পল্লীর বুকে, নব ঐশ্বর্যের সৃষ্টি।
উসখুস জীবনে নব আওভানে, ধরি বাঁশের লাঠি
ফুলের টোপা চুলের খোঁপা, বেঁধে নিয়ে কাঠি
ঘরে ফিরে ধীরে ধীরে, থেমে যায় বেলা
পান্তার জলে, বৈকালে, রুপোলী ইলিশের খেলা
ওড়ে আজ নতুন সাঁজ, নতুন দিনের কেতন
সুখে মোড়া স্বপ্ন জোড়া, শুদ্ধ বাঙ্গালীর চেতন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সন্দীপ দাস ১৩/০৪/২০১৮শুভ নববর্ষ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/০৪/২০১৮নববর্ষের অসাধারণ কবিতা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৪/২০১৮বৈশাখের শুভেচ্ছা