পোড়া মন
পোড়া মনের ছাই ফেলব কোথাই, আছে কি এমন ভাগাড়?
এলে রাতের আঁধার স্তব্দ পাহাড়, দগ্ধ ক্ষতের বাড়ে আকার
কোন এক নারী মুখখানি ভারী, ভাঙা কলসে ভরে জল
নগ্ন চুলের খোঁপা চোখখানি ফাপা, বর্ষা স্রোতের নাহি তল।
রুদ্র পথের বণিক থামে ক্ষণিক, ফেরি করে দীর্ঘশ্বাস
কালো মায়ায় ঢাকা মরুতে একা, প্রবঞ্চনার বিলাসী অভিলাষ
প্রেমিক হৃদয়ে ঘ্রাণ আধমরা প্রাণ, তপ্ত রোদে যায় পুড়ে
গন্ধ বিলাসী মান তোমারি দান, ডেকে নাও রেখেগো দূরে।
সবি আমারি ভুল রই মশগুল, তারি মাতমে করি নাচ
ওরে এলোনাতো কেউ গাঙের ঢেউ, মলিন বিকেলে করেছিতা আঁচ
হাতে রেখে হাত এলোনা প্রভাত, ভুল বুঝে গেছে সে চলে
ভোরে ফোটা ফুল পাইনিতো কূল, ভেসে ভেসে যায় দুলে।
নীরবে পায়ে হেটে এই ভুবন মাঠে, গেয়ে যায় গান
থামল না হায় আমি নিরুপায়, গোপন বাসনার হয় অবসান
বুকেতে প্রেম বেঁধে হিংসায় মেতে, ওরে পুড়ে গেছে মন
ফিরে না চায় রণেতে ধায়, ওরে আমার সাধের প্রিয়জন।
শুকনো কাঠের আয়োজনে স্বপ্নের বনে, আজি ওড়ে কালো ধূয়া
তবে, কেন এ জীবন রাখে যে স্মরন, বরণবীণে গেলে সে খোয়া
চোখ ফেটে রক্ত তারি যে ভক্ত, কেঁপে ওঠে দস্যুর হাসি
তবে কার ঋণে এই পোড়া মনে, আজো তারে ভালোবাসি?
এলে রাতের আঁধার স্তব্দ পাহাড়, দগ্ধ ক্ষতের বাড়ে আকার
কোন এক নারী মুখখানি ভারী, ভাঙা কলসে ভরে জল
নগ্ন চুলের খোঁপা চোখখানি ফাপা, বর্ষা স্রোতের নাহি তল।
রুদ্র পথের বণিক থামে ক্ষণিক, ফেরি করে দীর্ঘশ্বাস
কালো মায়ায় ঢাকা মরুতে একা, প্রবঞ্চনার বিলাসী অভিলাষ
প্রেমিক হৃদয়ে ঘ্রাণ আধমরা প্রাণ, তপ্ত রোদে যায় পুড়ে
গন্ধ বিলাসী মান তোমারি দান, ডেকে নাও রেখেগো দূরে।
সবি আমারি ভুল রই মশগুল, তারি মাতমে করি নাচ
ওরে এলোনাতো কেউ গাঙের ঢেউ, মলিন বিকেলে করেছিতা আঁচ
হাতে রেখে হাত এলোনা প্রভাত, ভুল বুঝে গেছে সে চলে
ভোরে ফোটা ফুল পাইনিতো কূল, ভেসে ভেসে যায় দুলে।
নীরবে পায়ে হেটে এই ভুবন মাঠে, গেয়ে যায় গান
থামল না হায় আমি নিরুপায়, গোপন বাসনার হয় অবসান
বুকেতে প্রেম বেঁধে হিংসায় মেতে, ওরে পুড়ে গেছে মন
ফিরে না চায় রণেতে ধায়, ওরে আমার সাধের প্রিয়জন।
শুকনো কাঠের আয়োজনে স্বপ্নের বনে, আজি ওড়ে কালো ধূয়া
তবে, কেন এ জীবন রাখে যে স্মরন, বরণবীণে গেলে সে খোয়া
চোখ ফেটে রক্ত তারি যে ভক্ত, কেঁপে ওঠে দস্যুর হাসি
তবে কার ঋণে এই পোড়া মনে, আজো তারে ভালোবাসি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীল মুহাম্মদ জাহাঙ্গীর ১২/০৪/২০১৮বাহ!
-
ন্যান্সি দেওয়ান ১১/০৪/২০১৮Darun.
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৪/২০১৮বেশ ভাল