www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নব্য রাজাকার

আমি বাংলার বুকে লক্ষবার, রাজাকার হয়ে আসবো
ছাত্র জনতার সংগ্রামী ভিড়ে, উষ্ণ স্রোতে ভাসবো
আমি আসবো, আমি আসবো।

আমি তেজস্বী ফুলকি আগুন, বারুদ বিহীন জ্বলি
আমি উল্কার করি গর্ভপাত, শূন্যে একা চলি
শিকল পরা টগবগে ঘোড়া, ক্ষুরে করি আঘাত
আমি দুঃস্বপ্নের স্বপন দোলা, তন্দ্রা মাঝে ব্যাঘাত
বুক তেতিয়ে হাসির মাতম, একলা পথিক হাসবো
আমি আসবো, আমি আসবো।

কালো চোখে আঁধার নামাই, জলে ভাসাই সুখ
আমি সত্যবাদী ভীনগ্রহি, দাফন করি দুঃখ
আমার ঘামে দেশ চলে, আমিই মহান সাধক
প্রতিবাদে পাতাল ফেরি, আমিই নবজাতক
রক্ত দিয়ে গোসল দেব, মৃত্যুর সাঁজে সাজবো
আমি আসবো, আমি আসবো।

আমি সবুজ মাঠের দাবানল, বঙ্গ মাটির কায়া
আমি কৃষ্ণকলির করুণ সুর, তপ্ত মরুর ছায়া
প্রভাত ফেরী ঊষার দ্বারে, গাই রণ গান
আমি আত্নঘাতি কালা দুর্গতি, সত্য করি দান
গোলক বলয়ে শাসন করি, মিছিল ঘিরে বসবো
আমি আসবো, আমি আসবো।

রুদ্র ফাগুন কণ্ঠে আগুন, ঝড়ে ভীরুর খেয়া
পলকে পলকে ঝলকে ঝলকে, গর্জনে চমক দেয়া
দহন জ্বালার নীরব ত্রাসি, আমি মিথ্যার ঘাতক
মোহিনী দীপ্তি অবেলার আলো, ঝাঁকরা চুলের বাদক
শত্রুর শিবিরে এনে আঘাত, মাদল তালে নাচবো
আমি আসবো, আমি আসবো।

মাতাল বায়ু নেভাই মশাল, ধাঁধার মাঝে খেলা
বাঁধার মহল ডিঙ্গিয়ে আজ, তুমুল বেগে ঠেলা
আমি বাংলার সংগ্রামী তরুণ, অপবাদে নব্য রাজাকার
মুষ্টিবদ্ধ হাতের মুঠোয়, ধরি চেপে শয়তানের ঘাড়
যে যাই বলুক দেশপ্রেম, বুকে বেঁধে রাখবো
আমি আসবো, আমি আসবো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ বর্ণনা। দারুন উপস্থাপনা ভঙ্গী। শুভকামনা রইল। ভাল থাকবেন।
  • রাজাকার চিরঘৃণার বস্তু।
 
Quantcast