অমৃত সুধার লজ্জার সিন্ধু
গোধূলি সন্ধ্যায় ওড়ে ঘুড়ি
উঠোন ভরে ফোটে কুড়ি
যেন বৃক্ষে নব কুশি
মনের কোনে তারে পুষি।
যদি সে কথা না কয়
আর যদি না ফিরে চায়?
ফুলের তোড়া রাশি রাশি
জল ঢালি গোঁড়ায় বসি।
ঘুমিয়ে গেলে ধীরে হাসি
সুমধুর গানে তারে তুশি
আকাশ নীলে উদ্ভাসিত প্রান্তর
রুপোলী চাঁদে ভেজা অন্তর।
বর্ণহীন ঝর্নায় উষ্ণ প্রস্ববন
রুপকথার গল্পে মায়াবী বদন
স্বপ্নের মাঝে ছন্দ মেলে নুয়ো
আঁখির লাজে কেঁপে কেঁপে ছুঁয়ো।
নিঝুম ঝিঁঝিঁর স্মৃতি ঘেরা ডাক
সরু বাঁকে বিস্মৃতি পড়ে থাক
তুমি নহ ক্ষুদ্র শিশির বিন্দু
অসীম নীল সে লজ্জার সিন্ধু।
উঠোন ভরে ফোটে কুড়ি
যেন বৃক্ষে নব কুশি
মনের কোনে তারে পুষি।
যদি সে কথা না কয়
আর যদি না ফিরে চায়?
ফুলের তোড়া রাশি রাশি
জল ঢালি গোঁড়ায় বসি।
ঘুমিয়ে গেলে ধীরে হাসি
সুমধুর গানে তারে তুশি
আকাশ নীলে উদ্ভাসিত প্রান্তর
রুপোলী চাঁদে ভেজা অন্তর।
বর্ণহীন ঝর্নায় উষ্ণ প্রস্ববন
রুপকথার গল্পে মায়াবী বদন
স্বপ্নের মাঝে ছন্দ মেলে নুয়ো
আঁখির লাজে কেঁপে কেঁপে ছুঁয়ো।
নিঝুম ঝিঁঝিঁর স্মৃতি ঘেরা ডাক
সরু বাঁকে বিস্মৃতি পড়ে থাক
তুমি নহ ক্ষুদ্র শিশির বিন্দু
অসীম নীল সে লজ্জার সিন্ধু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৮/০৪/২০১৮
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/০৪/২০১৮অসীম সে লজ্জা
আরো ভালো বিস্তৃত হোক কবিতার প্রান্তর । বানান বিষয়ে আরো নিজেকে পরিশুদ্ধ করতে হবে ।
সাথে জানালাম ধন্যবাদ ।