সত্য ধোঁকা
মুক্ত মাঠে সিক্ত কোমল কাঁদা
মাথাল মুকুট ওদের মাথায় বাঁধা
আকাশ নামের ছাউনিখানি উপরেতে ঝোলে
দক্ষিন বায়ুর ঘুমের নেশায় দেহখানি দোলে
সূর্যের মুখ শূন্যে ঝুলে, দেয় যে আগুন তাপ
ঝম ঝম বর্ষা জলে মোছে সকল পাপ।
কালো দেহের বাহুখানি, কি যে কঠিন শক্ত
যে আসে গ্রাম চিনি, হয় যে ওদের ভক্ত
গল্প গুজবে হেসে হেসে, কয় যে কল্প কথা
উড়ে যায় ধূয়া হয়ে, পরানের যত ব্যাথা
বধূর ছোঁয়া গামছা কাঁধে রেখে
দূর হতে একটি পলক দেখে
ফসল ফলায় চষে কঠিন মাটি
হাসে লাল টুকটুকে পানের বাটি।
সবুজ মাঠে, ঢেউয়ের পরে ঢেউ
আনন্দ বান দেখেনিতো কেউ
শীতল হাওয়া আসে দুলে দুলে
চুপটি করে নেয় কোলে তুলে
সেইতো আমার নাড়ি কেটে, জন্ম থেকে চেনা
হল ভোর, দোহাই তোর, যেতে করিসনে মানা
দম ছেড়ে দেখ চেয়ে সারস, দোয়েল কি বোকা
কিবা আশায় শ্রম দিয়ে, ধরে খায় বিষ পোকা।
ঝরে বলদের গা বেয়ে, চিকচিকে ঘাম
মুক্ত মালা পরায়ে দিলেও শোধ হবে না দাম
নরম কাঁধে নেবো তুলে, সকল দুঃখ ব্যাথা ভুলে
সোনা ধানের আটি
করবো খেলা অলস বেলা, কাঁদা মেখে লুটোপুটি
যোগ দেবো কৃষক দোলে, বলিসনে আর লক্ষ্মী খোকা
ঋণ শোধাতে গা জ্বলে, দেবই এবার সত্যি ধোঁকা।
মাথাল মুকুট ওদের মাথায় বাঁধা
আকাশ নামের ছাউনিখানি উপরেতে ঝোলে
দক্ষিন বায়ুর ঘুমের নেশায় দেহখানি দোলে
সূর্যের মুখ শূন্যে ঝুলে, দেয় যে আগুন তাপ
ঝম ঝম বর্ষা জলে মোছে সকল পাপ।
কালো দেহের বাহুখানি, কি যে কঠিন শক্ত
যে আসে গ্রাম চিনি, হয় যে ওদের ভক্ত
গল্প গুজবে হেসে হেসে, কয় যে কল্প কথা
উড়ে যায় ধূয়া হয়ে, পরানের যত ব্যাথা
বধূর ছোঁয়া গামছা কাঁধে রেখে
দূর হতে একটি পলক দেখে
ফসল ফলায় চষে কঠিন মাটি
হাসে লাল টুকটুকে পানের বাটি।
সবুজ মাঠে, ঢেউয়ের পরে ঢেউ
আনন্দ বান দেখেনিতো কেউ
শীতল হাওয়া আসে দুলে দুলে
চুপটি করে নেয় কোলে তুলে
সেইতো আমার নাড়ি কেটে, জন্ম থেকে চেনা
হল ভোর, দোহাই তোর, যেতে করিসনে মানা
দম ছেড়ে দেখ চেয়ে সারস, দোয়েল কি বোকা
কিবা আশায় শ্রম দিয়ে, ধরে খায় বিষ পোকা।
ঝরে বলদের গা বেয়ে, চিকচিকে ঘাম
মুক্ত মালা পরায়ে দিলেও শোধ হবে না দাম
নরম কাঁধে নেবো তুলে, সকল দুঃখ ব্যাথা ভুলে
সোনা ধানের আটি
করবো খেলা অলস বেলা, কাঁদা মেখে লুটোপুটি
যোগ দেবো কৃষক দোলে, বলিসনে আর লক্ষ্মী খোকা
ঋণ শোধাতে গা জ্বলে, দেবই এবার সত্যি ধোঁকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম ডি সবুজ ০৭/০৪/২০১৮চমতকার , মুগ্ধ হলাম ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৪/২০১৮অসাধারণ, তুলনাহীন, বাস্তবতার প্রতিচ্ছবি।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৪/২০১৮রহস্য!
-
কামরুজ্জামান সাদ ০৬/০৪/২০১৮অপূর্ব