লোভ জয়
স্বপ্ন জড়ায়ে প্রাণ, করে যাই বিজয়ের গান
শীতল নয়নে দেখে তারে
যে হারায় আপন কূল, নিজ ইচ্ছায় করে ভুল
ঘোরে ফিরে ফিরে
আশঙ্কা নাই মনে হবে তার হার, হতাশার নদী হয়ে পারাপার
বালুচরে বাঁধে কুঁড়েঘর
উজান স্রোতে ভাসায়ে গা, ধরে যে সুখের ডগা
দুঃখ তাপে পোড়ে নাই প্রাণ
ভোরের আলোয় যে গায় আগমনী গান।
যে ধৈর্য ধৈর্য পোষে অন্তর কোনে
নিরলাস সাধনায় জয় ধন কেনে
উপহার পাবে, কাম্য নাই মনে
সন্তোষটির বন্দনা, যা আছে নিয়া নির্বাসনে
প্রভুর দরবারে যাত্রার পথে
ধন রাজ্য ছেড়ে, ভিক্ষুক কাঙ্গাল মতে
উৎসুক বিনয়ে ভাবল সদা
কজনিবা ভাঙবে লোভের বাঁধা?
দিলাম সবি, আলোক রবি, মৃত্যু বিঁধে বুকে
আয় তোরা আয় আমার সাথে, মহৎ জীবন ডাকে
শেষ হবি কালের ক্ষয়ে, মরবি তোরা ভয়ে ভয়ে
সহজ সরল লোভহীন পথে, আঁধার রাতে
পাবি আলো অন্ধ চোখে, থাকবি তোরা মহাসুখে।
ছোট পায়ে হেটে হেটে, তোর তরে স্বর্গ লোটে
দেখরে খুজে দেখ, সাধন করে চাওয়া পাওয়া
তোর গায়ে লাগছে কেমন শীতল হাওয়া।
মনে তোর ফুটবে ফুল, ভেঙে যাবে সকল ভুল
তখন একটু চাবি মাটি, তোর জন্ম হবে খাঁটি
এমন জনের সাক্ষী রয় কাল
লোভী মানবকে যে দেখায়, লোভ জয়ের পাল।
শীতল নয়নে দেখে তারে
যে হারায় আপন কূল, নিজ ইচ্ছায় করে ভুল
ঘোরে ফিরে ফিরে
আশঙ্কা নাই মনে হবে তার হার, হতাশার নদী হয়ে পারাপার
বালুচরে বাঁধে কুঁড়েঘর
উজান স্রোতে ভাসায়ে গা, ধরে যে সুখের ডগা
দুঃখ তাপে পোড়ে নাই প্রাণ
ভোরের আলোয় যে গায় আগমনী গান।
যে ধৈর্য ধৈর্য পোষে অন্তর কোনে
নিরলাস সাধনায় জয় ধন কেনে
উপহার পাবে, কাম্য নাই মনে
সন্তোষটির বন্দনা, যা আছে নিয়া নির্বাসনে
প্রভুর দরবারে যাত্রার পথে
ধন রাজ্য ছেড়ে, ভিক্ষুক কাঙ্গাল মতে
উৎসুক বিনয়ে ভাবল সদা
কজনিবা ভাঙবে লোভের বাঁধা?
দিলাম সবি, আলোক রবি, মৃত্যু বিঁধে বুকে
আয় তোরা আয় আমার সাথে, মহৎ জীবন ডাকে
শেষ হবি কালের ক্ষয়ে, মরবি তোরা ভয়ে ভয়ে
সহজ সরল লোভহীন পথে, আঁধার রাতে
পাবি আলো অন্ধ চোখে, থাকবি তোরা মহাসুখে।
ছোট পায়ে হেটে হেটে, তোর তরে স্বর্গ লোটে
দেখরে খুজে দেখ, সাধন করে চাওয়া পাওয়া
তোর গায়ে লাগছে কেমন শীতল হাওয়া।
মনে তোর ফুটবে ফুল, ভেঙে যাবে সকল ভুল
তখন একটু চাবি মাটি, তোর জন্ম হবে খাঁটি
এমন জনের সাক্ষী রয় কাল
লোভী মানবকে যে দেখায়, লোভ জয়ের পাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৪/২০১৮অনেক ভালো লাগলো। ধন্যবাদ। ভালো থাকবেন।
-
সাঁঝের তারা ০৬/০৪/২০১৮বেশ ভালো
-
শ.ম. শহীদ ০৫/০৪/২০১৮দারুণ!