নাইকো বর্ষা হয়নি স্নান
নাইকো বর্ষা হয়নি স্নান
নগর করে মৃত্যু পান
ফোটায় ফোটায় পড়ে জল
বাড়ে কেবল গর্তের তল।
খসে পড়ে মৃত তাঁরা
বাঁচবে জয়ী সবুজ ধরা
বৃক্ষ হারায় হলুদ পাতা
সময় বয় জমে কথা।
সময় কি হবে প্রিয়ে
চলে যেও সুখ নিয়ে
শোন তার গহীনের ডাক
ভেবো অবসরে হয়ে নির্বাক।
বিরান ভূমে নেইকো প্রান
ধেয়ে গাই দুখের গান
আজি থামুক চঞ্চল মেঘ
জাগুক উচ্ছল প্রাণের বেগ।
মায়াতাল বেসামাল চতুর্দশী
তোমার আশে রয়েছি বসি
বিরহে মরে অলস গৃহবাসী
জাগাও প্রেম ওহে মহীয়সী।
নগর করে মৃত্যু পান
ফোটায় ফোটায় পড়ে জল
বাড়ে কেবল গর্তের তল।
খসে পড়ে মৃত তাঁরা
বাঁচবে জয়ী সবুজ ধরা
বৃক্ষ হারায় হলুদ পাতা
সময় বয় জমে কথা।
সময় কি হবে প্রিয়ে
চলে যেও সুখ নিয়ে
শোন তার গহীনের ডাক
ভেবো অবসরে হয়ে নির্বাক।
বিরান ভূমে নেইকো প্রান
ধেয়ে গাই দুখের গান
আজি থামুক চঞ্চল মেঘ
জাগুক উচ্ছল প্রাণের বেগ।
মায়াতাল বেসামাল চতুর্দশী
তোমার আশে রয়েছি বসি
বিরহে মরে অলস গৃহবাসী
জাগাও প্রেম ওহে মহীয়সী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম ডি সবুজ ০৩/০৪/২০১৮
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৪/২০১৮দারুন
মুগ্ধ হলাম ।