ফুলে ফুলে বন সাঁজে
ফুলে ফুলে বন সাঁজে
পত্র গীতে সুর বাজে
নেমে এস এই ধরায়
তোমাই ডাকি মনে পড়ায়।
রও কাছে নয় মিছে
ভাবনার খেয়াল সকাল সাঁঝে
প্রেমের ভ্রমর যেথায় ওড়ে
দাঁড়াও এসে আমার দ্বারে।
ঢুলু নয়ন মেলে দেখ
শিয়রে তারে, বেঁধে রাখ
মাধবী রাতে ভরা চাঁদ
পূর্ণ হবে সকল সাধ।
তুমি এলে এই ভবে
দুঃখ আর নাহি রবে
তুমি এলে এই ভবে
সকল ব্যাথার সাঙ্গ হবে।
পত্র গীতে সুর বাজে
নেমে এস এই ধরায়
তোমাই ডাকি মনে পড়ায়।
রও কাছে নয় মিছে
ভাবনার খেয়াল সকাল সাঁঝে
প্রেমের ভ্রমর যেথায় ওড়ে
দাঁড়াও এসে আমার দ্বারে।
ঢুলু নয়ন মেলে দেখ
শিয়রে তারে, বেঁধে রাখ
মাধবী রাতে ভরা চাঁদ
পূর্ণ হবে সকল সাধ।
তুমি এলে এই ভবে
দুঃখ আর নাহি রবে
তুমি এলে এই ভবে
সকল ব্যাথার সাঙ্গ হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৩/২০১৮অসাধারন লিখেছেন। ধন্যবাদ।
-
মোঃ মুসা খান ৩০/০৩/২০১৮ভালো লিখছেন।
-
কামরুজ্জামান সাদ ৩০/০৩/২০১৮বেশ