খেয়াল
চাঁদ দেখতে আকাশ পুরে
জাগতে হবে ঘুম ছেড়ে
ঢেউ যখন আছড়ে পড়ে
বাচতে হবে যুদ্ধ করে।
স্বপ্ন কভু হারিয়ে গেলে
জীবন বাঁকে দুঃখ মেলে
পূর্ণ জীবন পেতে ভবে
সব রেখে মরতে হবে।
রোদ মাঠে খেলতে চাও
কালো জামা পড়ে নাও
হাতছানি দেয় মাটির পাহাড়
ছুতে গেলে রবে অনাহার।
নদীর জল হতে চাও
পাথর ভাঙ্গার শপথ নাও
ব্যাকুল হতে ভোরের ফুল
জড়তা ভেঙ্গে কর ভুল।
ঘাস ফড়িং অলস বেশে
ঘুমিয়ে পড়ে বেলা শেষে
মেঘলা দিনে ভিজে ভিজে
সাঁতার কাটো একালা নিজে।
খেয়ালে বেঁধে খেয়ালী তুমি
জন্ম হবে নতুন ভূমি
কোকিল আসে ফাগুন মাসে
আগুন নিভে, ডাকে হেসে।
জাগতে হবে ঘুম ছেড়ে
ঢেউ যখন আছড়ে পড়ে
বাচতে হবে যুদ্ধ করে।
স্বপ্ন কভু হারিয়ে গেলে
জীবন বাঁকে দুঃখ মেলে
পূর্ণ জীবন পেতে ভবে
সব রেখে মরতে হবে।
রোদ মাঠে খেলতে চাও
কালো জামা পড়ে নাও
হাতছানি দেয় মাটির পাহাড়
ছুতে গেলে রবে অনাহার।
নদীর জল হতে চাও
পাথর ভাঙ্গার শপথ নাও
ব্যাকুল হতে ভোরের ফুল
জড়তা ভেঙ্গে কর ভুল।
ঘাস ফড়িং অলস বেশে
ঘুমিয়ে পড়ে বেলা শেষে
মেঘলা দিনে ভিজে ভিজে
সাঁতার কাটো একালা নিজে।
খেয়ালে বেঁধে খেয়ালী তুমি
জন্ম হবে নতুন ভূমি
কোকিল আসে ফাগুন মাসে
আগুন নিভে, ডাকে হেসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৮/০৩/২০১৮সুন্দর ছন্দ!!
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৩/২০১৮বেশ!
-
মীর মুহাম্মাদ আলী ২৮/০৩/২০১৮চমৎকার।