শুনিলাম যে গান
শুনিলাম যে গান তার তুলনা নাই
আপন মনে তাই গান গেয়ে যাই
না ছিল তার গলায় বকুল
না ছিল তার কণ্ঠে মুকুল
সরল চোখে চায়, শিকার করে হায়।
না ছিল হার বীণাতে তার
না ছিল হায় ঝুমুরে ধার
নাচে খালি পায় বসে আমারি বায়।
না বাজে বাঁশি, না ডাকিল আর
না ছিল চুমকি, মলিন জামার পাড়
হেসে খেলে যায়, ঢেউ তুলে হায়।
জানি না মন কার পাগল?
লক্ষ্মী কেন স্নেহে সজল
না কাটে আশার ধকল
কর্মের আজি মৃত্যু সকল।
কি খুঁজিগো তারি মাঝে
মনে পড়ে সকাল সাঁঝে
কেন যে তা করি চুরি
তারি তরে ডুবে মরি
ভাবি বসে ছায়, সুরে মন ধায়।
আপন মনে তাই গান গেয়ে যাই
না ছিল তার গলায় বকুল
না ছিল তার কণ্ঠে মুকুল
সরল চোখে চায়, শিকার করে হায়।
না ছিল হার বীণাতে তার
না ছিল হায় ঝুমুরে ধার
নাচে খালি পায় বসে আমারি বায়।
না বাজে বাঁশি, না ডাকিল আর
না ছিল চুমকি, মলিন জামার পাড়
হেসে খেলে যায়, ঢেউ তুলে হায়।
জানি না মন কার পাগল?
লক্ষ্মী কেন স্নেহে সজল
না কাটে আশার ধকল
কর্মের আজি মৃত্যু সকল।
কি খুঁজিগো তারি মাঝে
মনে পড়ে সকাল সাঁঝে
কেন যে তা করি চুরি
তারি তরে ডুবে মরি
ভাবি বসে ছায়, সুরে মন ধায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৩/২০১৮অতুলনীয়
-
নুরনবী সরকার ২৮/০৩/২০১৮ভালো লাগলো
-
শ.ম. শহীদ ২৮/০৩/২০১৮খুব সুন্দর!
শুভেচ্ছা জানাই কবিকে। -
রেজাউল রেজা (নীরব কবি) ২৮/০৩/২০১৮Nice.!!
-
আনোয়ার হোসেন ২৭/০৩/২০১৮সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৩/২০১৮ভালো।