পরচর্চা
বকের ঠ্যাং গেল কই?
পাড়ায় পড়ল হইচই
মুখে মুখে উড়ছে ধুয়া
কেউ বলে মিথ্যা ভুয়া।
হাঁকে ডাকে হুড়োহুড়ি
মাথায় হাত, উথাল নাড়ী
বক খিল খিলে হাসে
সাদা পা পানিতে ভাসে।
উড়তে গেলে দেহের ভাঁজে
লেগে যাও আপন কাজে
অনর্থ কর না ব্যর্থ আলাপ
শেষে পাবে প্রতিধ্বনির বিলাপ।
পাড়ায় পড়ল হইচই
মুখে মুখে উড়ছে ধুয়া
কেউ বলে মিথ্যা ভুয়া।
হাঁকে ডাকে হুড়োহুড়ি
মাথায় হাত, উথাল নাড়ী
বক খিল খিলে হাসে
সাদা পা পানিতে ভাসে।
উড়তে গেলে দেহের ভাঁজে
লেগে যাও আপন কাজে
অনর্থ কর না ব্যর্থ আলাপ
শেষে পাবে প্রতিধ্বনির বিলাপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৫/০৩/২০১৮চমৎ্কার
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৩/২০১৮খুব ভাল
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৩/২০১৮ছড়া।
-
আবু কওছর ২৪/০৩/২০১৮চমৎকার লিখেছেন!!!