শাসন
দানের দেহ এই হৃদয়ে
ক্ষণিক কালের শেষ বিদায়ে
আল্লাহর শাসন থাকবে জারি
যতই কর আহাজারি
ওরে বাঁধন হারা মন
ভুলবো নাকো তারি কৃপা
রোগ হলে মেলায় শেফা
যতই কুড়াও ধন।
শয়তান নফছের খায়েশেতে
হারবো নাকো বাহেছেতে
একদিন ধরবে টেনে যম
শিরায় শিরায় বইবে ঘ্রাণ
জিন্দা রবে জান্নাত প্রান
নূরের রক্ত ছিটাও যদি
অচল হবে কুরূপ বদি
মিলবে সুখের দম।
বান্দা হয়ে এলাম ভবে
বন্ধু হয়ে ফিরবো কবে
সারাক্ষন এই ভাবনায় ডুবি
সুন্দর সুখের জান্নাতে পাই যেন ঠাই
পবিত্র প্রেম নিয়ে মরতে আমি চাই
শেষ বিদায়ে এই দাবি।
তোমার আশে দুখে মিলি
ঘরের শত্রুকে দূরে ঠেলি
কালেমা তলোয়ারের কাটে যেন মানব প্রেমের মোহ
মাটির তরে যেন হয়না মাটি তোমার দেয়া দেহ
জাহান্নামে খোদা আমায় করনাগো বন্দী
সইতে নারে ফিরে ফিরে তোমার তরে কান্দি।
ক্ষণিক কালের শেষ বিদায়ে
আল্লাহর শাসন থাকবে জারি
যতই কর আহাজারি
ওরে বাঁধন হারা মন
ভুলবো নাকো তারি কৃপা
রোগ হলে মেলায় শেফা
যতই কুড়াও ধন।
শয়তান নফছের খায়েশেতে
হারবো নাকো বাহেছেতে
একদিন ধরবে টেনে যম
শিরায় শিরায় বইবে ঘ্রাণ
জিন্দা রবে জান্নাত প্রান
নূরের রক্ত ছিটাও যদি
অচল হবে কুরূপ বদি
মিলবে সুখের দম।
বান্দা হয়ে এলাম ভবে
বন্ধু হয়ে ফিরবো কবে
সারাক্ষন এই ভাবনায় ডুবি
সুন্দর সুখের জান্নাতে পাই যেন ঠাই
পবিত্র প্রেম নিয়ে মরতে আমি চাই
শেষ বিদায়ে এই দাবি।
তোমার আশে দুখে মিলি
ঘরের শত্রুকে দূরে ঠেলি
কালেমা তলোয়ারের কাটে যেন মানব প্রেমের মোহ
মাটির তরে যেন হয়না মাটি তোমার দেয়া দেহ
জাহান্নামে খোদা আমায় করনাগো বন্দী
সইতে নারে ফিরে ফিরে তোমার তরে কান্দি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/০৩/২০১৮খুব ভালো লিখেছেন ভাই
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৩/২০১৮ভালো লাগলো
-
রেজাউল রেজা (নীরব কবি) ২২/০৩/২০১৮Very nice.!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/০৩/২০১৮অশেষ কল্পনার বিশেষ আয়োজন ।
ভাবনার সুগভীরে আসুক জাগরণ ।
ধন্যবাদ সুপ্রিয় কবি ফাহাদ আলী । -
মুহাম্মদ রুমান ২২/০৩/২০১৮gd