ব্যাকুল হৃদয় অভাগীরে ডাকে
ব্যাকুল হৃদয় অভাগীরে ডাকে
ধুলোয় পড়ে মলিন হয়ে থাকে
আপন কুলায় কাঁপে তিথি
ভুলায় ভুলায় পোড়া চিঠি।
ভেজায় তারে বাদলের তীর
হৃদয় বসন্তে কোকিল অধীর
ঝটিকা বায়ু আনে নিশি
শিয়রে বসে তারে তুষি।
আঁচর যেন না লাগে
ঘুম হতে না জাগে
চেয়ে থাকি হয়ে সজল
না মোছে সাধের কাজল।
চাঁদের হাসি করে ধার
বানিয়ে দেই গলার হার
কুসুম ফুলে ছবি আঁকি
পাবো কি দেখা ওহে সখী?
ধুলোয় পড়ে মলিন হয়ে থাকে
আপন কুলায় কাঁপে তিথি
ভুলায় ভুলায় পোড়া চিঠি।
ভেজায় তারে বাদলের তীর
হৃদয় বসন্তে কোকিল অধীর
ঝটিকা বায়ু আনে নিশি
শিয়রে বসে তারে তুষি।
আঁচর যেন না লাগে
ঘুম হতে না জাগে
চেয়ে থাকি হয়ে সজল
না মোছে সাধের কাজল।
চাঁদের হাসি করে ধার
বানিয়ে দেই গলার হার
কুসুম ফুলে ছবি আঁকি
পাবো কি দেখা ওহে সখী?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ২১/০৩/২০১৮দারুণ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/০৩/২০১৮বেশ লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৩/২০১৮ভালো।