প্রেম
ওহে আমার প্রিয় ওহে বামা
তোমার তরে যা আছে জমা
জীবন ক্ষুধায় হয়নি তোমায় কেনা
দাওগো ফেরত শোধ করব দেনা।
গাহিয়া তরী বাহিয়া চলে
না চাহে সাগর তলে
বালির মাঝে না আছে জীবন
না বিরহ না তোমার ভুবন।
দিন হারা দাসের মত
তৃপ্ত হলাম দিয়ে যত
তোমার আশায় বসে থাকি
দূর পানে চেয়ে আঁখি।
তমাল বনে বাজে বাঁশি
নৃত্য কর কাছে আসি
দোষ আমায় ভাঙলে মানা
দাওগো ফেরত শোধ করিব দেনা।
তোমার তরে যা আছে জমা
জীবন ক্ষুধায় হয়নি তোমায় কেনা
দাওগো ফেরত শোধ করব দেনা।
গাহিয়া তরী বাহিয়া চলে
না চাহে সাগর তলে
বালির মাঝে না আছে জীবন
না বিরহ না তোমার ভুবন।
দিন হারা দাসের মত
তৃপ্ত হলাম দিয়ে যত
তোমার আশায় বসে থাকি
দূর পানে চেয়ে আঁখি।
তমাল বনে বাজে বাঁশি
নৃত্য কর কাছে আসি
দোষ আমায় ভাঙলে মানা
দাওগো ফেরত শোধ করিব দেনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২০/০৩/২০১৮
-
মাহামুদুল হাসান ১৯/০৩/২০১৮অশিক্ষিত লোকজন কবিতা লিখতে আসে ক্যান। আলি ভাই চলবে...অভিন্দন
-
অাব্দুল হাদী তুহিন ১৯/০৩/২০১৮ভাই "বামা" টা কি ?
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৩/২০১৮বেশ!
কবিতায় ছন্দে তাকে শুধু ডাকো কাছে ।
কি ফাহাদ আলী ঝাঁঝালো কবিতার জন্য ধন্যবাদ ।