বসন্ত বিকেল
নির্মোহ জড়তা কেটে, রঙ্গিন প্রচ্ছদে ছেয়ে গেছে
বাংলার বন বনানী, প্রশান্তি মাখা হওয়া বহে
পাহাড় নদী সাগর চিরে, অসীম সুখের বার্তা নিয়ে
পলাশ শিমুল কৃষ্ণচূড়ার বনে, এক অপার মহিমার
বসন্ত বিকেল। নয়নাভিরাম আম্র মুকুলে ঘাস
ফুলে ছেয়ে গেছে প্রান্তর, উদ্ভাসিত হয়ে ওঠে
প্রজাপতির বর্ণীল রঙে। হলুদ পাতার মুগ্ধ খাম
রেখে যায় কালান্তরের পদচিহ্ন উদাস ভরা
স্নিগ্ধ পরশে। রংধনুর আবীর মাখা কোকিল
পাপিয়ার সদালপি বিনয়ী চঞ্চলতা ছুঁয়ে
আকাশনীলা স্বপ্ন বিভোরে গেয়ে ওঠে ছন্দময়
কবিতার অঝোর ধারায় ফাগুনের বন্দনা।
বাংলার বন বনানী, প্রশান্তি মাখা হওয়া বহে
পাহাড় নদী সাগর চিরে, অসীম সুখের বার্তা নিয়ে
পলাশ শিমুল কৃষ্ণচূড়ার বনে, এক অপার মহিমার
বসন্ত বিকেল। নয়নাভিরাম আম্র মুকুলে ঘাস
ফুলে ছেয়ে গেছে প্রান্তর, উদ্ভাসিত হয়ে ওঠে
প্রজাপতির বর্ণীল রঙে। হলুদ পাতার মুগ্ধ খাম
রেখে যায় কালান্তরের পদচিহ্ন উদাস ভরা
স্নিগ্ধ পরশে। রংধনুর আবীর মাখা কোকিল
পাপিয়ার সদালপি বিনয়ী চঞ্চলতা ছুঁয়ে
আকাশনীলা স্বপ্ন বিভোরে গেয়ে ওঠে ছন্দময়
কবিতার অঝোর ধারায় ফাগুনের বন্দনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহরিয়ার শুভ ১৯/০৩/২০১৮সুন্দর।
-
কাজী জুবেরী মোস্তাক ১৮/০৩/২০১৮ভালোলাগা রেখে গেলাম
-
কাজী জুবেরী মোস্তাক ১৮/০৩/২০১৮ভালো লাগলো
-
অাব্দুল হাদী তুহিন ১৮/০৩/২০১৮ভাল লেগেছে