আজ যে ধন চুরি হল
আজ যে ধন চুরি হল
তার কে নেবে দ্বায়?
যে আলো ফুটল বুকে
তা কি ভোলা যায় গো
তা কি ভোলা যায়।
বাঁধার দেয়াল ঠেলে ঠেলে
হারাও দূরে আকাশ নীলে
জানি তখন দুঃখ পেলে
বর্ষা হয়ে আস মেলে।
রংধনু তার বেদন চুয়ায়
আজ যে ধন চুরি হল
তার কে নেবে দ্বায়?
কুন্দ বনে ভ্রমর ছোটে
শিশির ভেজা বিরান ঘাটে
স্বাদের আবেশ ঠোঁটে ঠোঁটে
না ফেরে আর অবেলায়
আজ যে ধন চুরি হল
তার কে নেবে দ্বায়?
কাজল মেঘে আঁধার কেশ
নাই ঠিকানা আপন দেশ
কেবলি বাড়ে জ্বালার রেশ
গোপনে শুধুই ডেকে যায়
আজ যে ধন চুরি হল
তার কে নেবে দ্বায়?
তার কে নেবে দ্বায়?
যে আলো ফুটল বুকে
তা কি ভোলা যায় গো
তা কি ভোলা যায়।
বাঁধার দেয়াল ঠেলে ঠেলে
হারাও দূরে আকাশ নীলে
জানি তখন দুঃখ পেলে
বর্ষা হয়ে আস মেলে।
রংধনু তার বেদন চুয়ায়
আজ যে ধন চুরি হল
তার কে নেবে দ্বায়?
কুন্দ বনে ভ্রমর ছোটে
শিশির ভেজা বিরান ঘাটে
স্বাদের আবেশ ঠোঁটে ঠোঁটে
না ফেরে আর অবেলায়
আজ যে ধন চুরি হল
তার কে নেবে দ্বায়?
কাজল মেঘে আঁধার কেশ
নাই ঠিকানা আপন দেশ
কেবলি বাড়ে জ্বালার রেশ
গোপনে শুধুই ডেকে যায়
আজ যে ধন চুরি হল
তার কে নেবে দ্বায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৯/০৩/২০১৮ভালো লাগলো
-
মো : আবুল হোসেন ০৯/০৩/২০১৮চমৎকার লেখা!
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৯/০৩/২০১৮সুন্দর!!
-
আরিফ নীরদ ০৯/০৩/২০১৮সুন্দর!!!!!