এমন করে আসবে ঝড়ে
এমন করে আসবে ঝড়ে
দীপ্তি মাখা সাহস ভরে
আঘাত কর খুব সজোরে
অবুঝ দুর্মোখার বুক পাঁজরে
ভাবো নাহি আমায় দুলা
ভাঙ্গ কেবল সাধের খেলা।
রাণী আমার চিরদিনি রাণী
তোল মুখ সরাও ঘুমটাখানি
লতার মালা দিলেম আনি
বেহাগ সুরের কণ্ঠ মণি
চাপা মনে ভাব ক্ষণে
বাড়াও নয়ন বাহির পানে
যাইনিগো আছি পড়ে
তোমার প্রেমে অনাহারে
যত্ন রেখ বুকে ধরে
যে ফুল যাবে ঝরে।
দীপ্তি মাখা সাহস ভরে
আঘাত কর খুব সজোরে
অবুঝ দুর্মোখার বুক পাঁজরে
ভাবো নাহি আমায় দুলা
ভাঙ্গ কেবল সাধের খেলা।
রাণী আমার চিরদিনি রাণী
তোল মুখ সরাও ঘুমটাখানি
লতার মালা দিলেম আনি
বেহাগ সুরের কণ্ঠ মণি
চাপা মনে ভাব ক্ষণে
বাড়াও নয়ন বাহির পানে
যাইনিগো আছি পড়ে
তোমার প্রেমে অনাহারে
যত্ন রেখ বুকে ধরে
যে ফুল যাবে ঝরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abheek ১৪/০৩/২০১৮খুব সুন্দর.....
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৩/২০১৮ভালো।
-
মোঃ শাহারুখ হোসেন ১০/০৩/২০১৮Nc
-
আরিফ নীরদ ১০/০৩/২০১৮ঝড়ে মনটা উড়ে গেল।খুব ভালো লাগলো।
-
কামরুজ্জামান সাদ ১০/০৩/২০১৮এই ঝড় আসা একান্ত প্রয়োজন।