ফাগুন দিয়ে সাজাই তোমায়
ফাগুন দিয়ে সাজাই তোমায়
আগুন দিয়ে পুড়ি
কাঁচের মতন ভেঙ্গে আবার
ছবির মত গড়ি
বাতায়নে কান পেতে
আপনারে ধরি
পাওয়ার আশে ভালোবেসে
তারে করি চুরি।
দৃষ্টি দিয়ে আগলে রাখি
কষে বাঁধে নিশি
তোমার মাঝে রং ঢেলে
আমি যাব মিশি
ছোটে ঘুড়ি, হাওয়ায় উড়ি
দূর বন বনান্তরে
ঘুরে ঘুরে আনি ধরে
ভিড়ায় খেলা ঘরে।
আগুন দিয়ে পুড়ি
কাঁচের মতন ভেঙ্গে আবার
ছবির মত গড়ি
বাতায়নে কান পেতে
আপনারে ধরি
পাওয়ার আশে ভালোবেসে
তারে করি চুরি।
দৃষ্টি দিয়ে আগলে রাখি
কষে বাঁধে নিশি
তোমার মাঝে রং ঢেলে
আমি যাব মিশি
ছোটে ঘুড়ি, হাওয়ায় উড়ি
দূর বন বনান্তরে
ঘুরে ঘুরে আনি ধরে
ভিড়ায় খেলা ঘরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম মুর্শেদ ১০/০৩/২০১৮বেশ ভালো
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৯/০৩/২০১৮দারুণ!
-
মল্লিকা রায় ০৯/০৩/২০১৮খুব ভাল লাগল কবি ।
-
শাহজাদা আল হাবীব ০৯/০৩/২০১৮খুব সুন্দর!
-
মল্লিকা রায় ০৮/০৩/২০১৮হ্যাঁ সাজানো ভাল লাগল । অসংখ্য শুভকামনা ।
-
মোঃ শাহারুখ হোসেন ০৮/০৩/২০১৮খুব সুন্দর
-
সুজয় সরকার ০৮/০৩/২০১৮খুব সুন্দর হয়েছে
-
রাহিদ ০৮/০৩/২০১৮অনেক সুন্দর হয়েছে,,,
-
জসিম মাহমুদ ০৮/০৩/২০১৮কান পেতে, রং ঢেলে'' এ দু জায়গায় এক মাত্রা কম আছে।