সাজো সখা সকাল সাঁঝে
সাজো সখা সকাল সাঁঝে
ধ্যান করগো হৃদয় মাঝে
জ্বলো মিঠি নবীন তাঁরা
আলসে ডুবুক ভাঙ্গুক জরা।
তোমার আলো ছড়িয়ে পড়ুক
বিশ্ব তা জড়িয়ে ধরুক
মধুর সুখে ডাক জানি
জানিগো প্রেয়সী ওগো মোহিনী।
বরণ কর স্মরে স্মরে
দাঁড়াও কেন গৃহ দ্বারে
ফুলের মালা ডালা ভরে
সাঁজাই তোমাই চাঁদ প্রহরে।
কতক আশা ডুবলো সেথায়
গীতে গীতে মনের ব্যাথায়
চপল বনে হাওয়ার সনে
অবেলায় মানে আর অভিমানে।
ধ্যান করগো হৃদয় মাঝে
জ্বলো মিঠি নবীন তাঁরা
আলসে ডুবুক ভাঙ্গুক জরা।
তোমার আলো ছড়িয়ে পড়ুক
বিশ্ব তা জড়িয়ে ধরুক
মধুর সুখে ডাক জানি
জানিগো প্রেয়সী ওগো মোহিনী।
বরণ কর স্মরে স্মরে
দাঁড়াও কেন গৃহ দ্বারে
ফুলের মালা ডালা ভরে
সাঁজাই তোমাই চাঁদ প্রহরে।
কতক আশা ডুবলো সেথায়
গীতে গীতে মনের ব্যাথায়
চপল বনে হাওয়ার সনে
অবেলায় মানে আর অভিমানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌমেন সেন ০৮/০৩/২০১৮ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।ভাল থাকবেন প্রিয় ।আনাবিল শুভকামনা রেখে গেলাম প্রিয়।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৮/০৩/২০১৮চমৎকার !!
-
নীল-অভিজিৎ ০৭/০৩/২০১৮ভালোলাগা
-
মো : আবুল হোসেন ০৭/০৩/২০১৮দারুণ!
-
সৌমেন সেন ০৭/০৩/২০১৮অপূর্ব!!!
ধন্যবাদ প্রিয় কবিবন্ধু। -
সাইয়িদ রফিকুল হক ০৭/০৩/২০১৮ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৩/২০১৮সুন্দর