খেয়ালে বেঁধে আমায় জ্বালায়
চলে হাওয়ায় ফুলের ছোঁয়ায়
উড়ে বসে আমার আঙ্গিনায়
জোনাক আলো দোলায় দোলায়
ওহে তারে কাছে পাওয়ায়।
ছুতে তারে দেরি হলে
মালা নাহি পড়ায় গলে
আদর দিয়ে মন ভুলায়
ওহে তারে কাছে পাওয়ায়।
নাচে বাঁচে চাঁদের মেলায়
ভাবনা সাজে পূর্ণিমার খেলায়
সকল দোষ যাক চুলায়
ওহে তারে কাছে পাওয়ায়।
মুখের আলোয় আঁধার পালায়
খেয়ালে বেঁধে আমায় জ্বালায়
আগুন দিয়ে প্রদীপ শোলায়
ওহে তারে কাছে পাওয়ায়।
উড়ে বসে আমার আঙ্গিনায়
জোনাক আলো দোলায় দোলায়
ওহে তারে কাছে পাওয়ায়।
ছুতে তারে দেরি হলে
মালা নাহি পড়ায় গলে
আদর দিয়ে মন ভুলায়
ওহে তারে কাছে পাওয়ায়।
নাচে বাঁচে চাঁদের মেলায়
ভাবনা সাজে পূর্ণিমার খেলায়
সকল দোষ যাক চুলায়
ওহে তারে কাছে পাওয়ায়।
মুখের আলোয় আঁধার পালায়
খেয়ালে বেঁধে আমায় জ্বালায়
আগুন দিয়ে প্রদীপ শোলায়
ওহে তারে কাছে পাওয়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৪/২০১৮বেশ লাগল
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৩/২০১৮ভালো।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৬/০৩/২০১৮সুন্দর!